বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

ঈদে রানার স্বপ্ন পৌঁছাতে পারল না বাড়ি, পথেই থেমে গেলো জীবন

শুক্রবার (৬ জুন) সকালে তার নিথর দেহ উদ্ধার করা হয় ঢাকা-সিরাজগঞ্জ মহাসড়কের কালিহাতী উপজেলার এলেঙ্গা সড়কের পাশে।

ছবি : সংগৃহীত

জেলা প্রতিনিধি

সিরাজগঞ্জ: পরিবারের সঙ্গে কোরবানির ঈদ উদযাপনের স্বপ্ন ছিল পোশাকশ্রমিক রানার (২৩)। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। ঈদের খুশির আগেই জীবনের পথ থেমে গেলো তার।

রানা পাবনার চাটমোহর উপজেলার ডিবি ইউনিয়নের দাথিয়া কয়রাপাড়া গ্রামের মোতালেব হোসেনের ছেলে। ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করতেন। বৃহস্পতিবার (৫ জুন) ঈদের ছুটিতে তিনি একটি বাসে বাড়ির উদ্দেশে রওনা দেন। কিন্তু আর ফেরা হলো না প্রিয়জনদের কাছে।

শুক্রবার (৬ জুন) সকালে তার নিথর দেহ উদ্ধার করা হয় ঢাকা-সিরাজগঞ্জ মহাসড়কের কালিহাতী উপজেলার এলেঙ্গা সড়কের পাশে। স্থানীয় বাসিন্দা ও পুলিশ তার কাছে থাকা পরিচয়পত্র দেখে রানার পরিচয় নিশ্চিত করেন এবং পরিবারের সঙ্গে যোগাযোগ করেন।

দাথিয়া কয়রাপাড়া গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জানান, ধারণা করা হচ্ছে, রানা বাসের ছাদে ভ্রমণ করছিলেন। রাতের কোনও এক সময় অসাবধানতাবশত বাস থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান।

খবর পাওয়ার পর রানার পরিবার কালিহাতীর উদ্দেশে রওনা দেয় তার মরদেহ বাড়িতে নিয়ে আসার জন্য।

বাংলাফ্লো/এনআর

Leave a Comment

Comments 0