রবিবার, ১৯ অক্টোবর ২০২৫

শিবচরে রাকিব হত্যা: পলাতক আসামী ২ জন গ্রেপ্তার

চরশ্যামাইল গ্রামের আবুল কালাম সরদারের গোষ্ঠীর সঙ্গে নিহত রাকিবদের আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছিল। গত ৬ মে তাদের মধ্যে এক সংঘর্ষে আবুল কালামের ছেলে ইবনে সামাদ নিহত হন। সেই হত্যা মামলায় জেল খেটে সম্প্রতি জামিনে বেরিয়ে এসেছিলেন রাকিব। ধারণা করা হচ্ছে, সেই ঘটনার জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

ছবি-সংগৃহীত

জেলা প্রতিনিধি 

মাদারীপুর: মাদারীপুরের শিবচরে কলেজছাত্র ও ছাত্রলীগ নেতা রাকিব মাদবরকে (২৫) প্রকাশ্যে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনায়, জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা ও নারায়ণগঞ্জে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮ ও র‍্যাব-১০ এর একটি যৌথ দল ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে নুর আফজাল ওরফে রানা সরদারকে (৩২) গ্রেপ্তার করে।

অন্যদিকে, র‍্যাব-৮ ও র‍্যাব-১১ এর আরেকটি দল নারায়ণগঞ্জ সদরের খানপুর এলাকায় অভিযান চালিয়ে সিয়াম সরদারকে (২২) গ্রেপ্তার করে।

গত ১৪ সেপ্টেম্বর, রবিবার রাতে, শিবচর পৌর বাজারের ইউসিবি ব্যাংকের এটিএম বুথের সামনে একা দাঁড়িয়ে থাকা অবস্থায় রাকিব মাদবরের ওপর হামলা চালায় একদল দুর্বৃত্ত। তারা চাইনিজ কুড়াল দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাকিবের মৃত্যু হয়।

এই নৃশংস হত্যাকাণ্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

র‍্যাব জানায়, চরশ্যামাইল গ্রামের আবুল কালাম সরদারের গোষ্ঠীর সঙ্গে নিহত রাকিবদের আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছিল। গত ৬ মে তাদের মধ্যে এক সংঘর্ষে আবুল কালামের ছেলে ইবনে সামাদ নিহত হন। সেই হত্যা মামলায় জেল খেটে সম্প্রতি জামিনে বেরিয়ে এসেছিলেন রাকিব। ধারণা করা হচ্ছে, সেই ঘটনার জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

নিহত রাকিবের মা পারুল আক্তার বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে শিবচর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত দুই আসামিকে শিবচর থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0