মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

ঈদের ছুটি শেষ হতে না হতেই ফের সচিবালয়ে আন্দোলন

ঈদের ছুটির পর আবারও আন্দোলনে নেমেছে সরকারি কর্মচারীদের জোট ‘সরকারি কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ’।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: ঈদের ছুটির পর আবারও আন্দোলনে নেমেছে সরকারি কর্মচারীদের জোট ‘সরকারি কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ’।

সোমবার (১৬ জুন) বেলা ১১টার পরে সচিবালয়ের বাদাম তলায় সমবেত হন আন্দোলনকারীরা। পরে মিছিল করে নতুন কেবিনেট ভবনের সামনে অবস্থান নেন তারা। সরকারি কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে এই কর্মসূচির নেতৃত্ব দিচ্ছেন সংযুক্ত পরিষদ নেতা নুরুল ইসলাম।

কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ নেতা বাদিউল কবির এসব তথ্য জানান।

তিনি জানান, পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে আন্দোলনকারীরা স্বরাষ্ট্র, সমাজকল্যাণ ও গৃহায়ন মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেবেন। এর পরপরই আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

বাংলাফ্লো/এসকে

Leave a Comment

Comments 0