বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

রাকসু নির্বাচনে মনোনয়ন বিতরণের সময় বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ

এ সিদ্ধান্তের প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থী, সাবেক সমন্বয়ক ও রাবি শাখা ছাত্রশিবির। বিকেল ৫টায় তারা রাকসু কোষাধ্যক্ষ কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন।

সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি

রাজশাহী :  রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে মনোনয়নপত্র বিতরণের শেষ দিন মঙ্গলবার (২৬ আগস্ট) হলেও তা ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। এ সিদ্ধান্তের প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থী, সাবেক সমন্বয়ক ও রাবি শাখা ছাত্রশিবির। বিকেল ৫টায় তারা রাকসু কোষাধ্যক্ষ কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন।

এসময় তারা, সিন্ডিকেট না রাকসু? রাকসু রাকসু, রাকসু নিয়ে তালবাহানা চলবে না চলবে না, এক দফা এক দাবি ১৫ তারিখে রাকসু দিবি, আপস না সংগ্রাম? সংগ্রাম সংগ্রাম, রাকসু আমার অধিকার, না দিলে তুই স্বৈরাচার- এসব স্লোগান দেন।

এজিএস পদপ্রার্থী আকিল বিন তালেব বলেন, কোনো অযৌক্তিক কারণে রাকসু নির্বাচন পেছানো যায় না। তিন দিন আগে মনোনয়ন তোলার তারিখ পিছানো হয়েছিল, আজও আবার তা করা হলো। কাদের সুবিধা দিতে এই তারিখ পরিবর্তন করা হচ্ছে?

আরেক প্রার্থী অনিক আহমেদ অভি বলেন, শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা ছাড়াই নির্বাচন কমিশন তারিখ পরিবর্তন করেছে। এতে সাধারণ শিক্ষার্থীদের আস্থা নষ্ট হচ্ছে। আমরা তফসিল অনুযায়ী ১৫ সেপ্টেম্বরেই নির্বাচন চাই।

রাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মুস্তাকুর রহমান জাহিদ বলেন, মঙ্গলবার মননয়নের শেষ দিন ছিল কিন্তু এই সিডিউল বারবার পরিবর্তন করা হচ্ছে। আগে যে তফসিল দেওয়া হয়েছিল সেটা দুবার পরিবর্তন করা হয়েছে। এভাবে তারিখ পরিবর্তন হতে থাকলে ১৫ তারিখ নির্বাচন হবে কিনা আমরা অনিশ্চিত। যদি তারিখ বাড়ানো দরকার থাকতো তাহলে সেটা আগে থেকে জানানো উচিত ছিল। কিন্তু শেষ সময়ে এসে হঠাৎ করে কোনো একটা দল বা গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য তারা অযৌক্তিকভাবে ৫-৬ দিন সময় বাড়ালো। এটা একেবারেই অযৌক্তিক।

রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম বলেন, নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের সময় বাড়িয়ে ৩১ আগস্ট পর্যন্ত বর্ধিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া আবাসিক হলের পরিবর্তে একাডেমিক ভবনগুলোকে ভোটকেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে। এছাড়াও ডোপ টেস্ট নিয়ে কিছু জটিলতা আছে, যা সময়সাপেক্ষ। মঙ্গলবারের মিটিং স্থগিত করা হয়েছে, আজ বুধবার সিদ্ধান্ত জানানো হবে।

বাংলাফ্লো/এফএ

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0