বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ অবস্থায় এক কয়েদির মৃত্যু হয়েছে। ৭০ বছর বয়সী ঐ কয়েদির নাম এস এম আব্দুল হক।
রবিবার (২০ জুলাই) দুপুর আড়াইটার দিকে তাকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি খুলনার পাবলা কবি ফররুক অ্যাকাডেমি মোড়ের মৃত ইমান আলী শেখের ছেলে। কোন মামলায় তিনি কারাগারে ছিলেন, সে বিষয়ে কিছু জানা যায়নি।
আব্দুল হককে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী মো. রোকন বলেন, গতরাতে খুলনা কারাগারে আব্দুল হক অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। অবস্থার অবনতি হলে কর্তৃপক্ষের নির্দেশে আমরা তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসি। ডাক্তাররা জানিয়েছেন তিনি মারা গেছেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে। ময়নাতদন্তের পর কারা কর্তৃপক্ষের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বাংলাফ্লো/আফি
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0