বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম অভিযোগ করে বলেন সরকার তাদের পছন্দের লোকদের বিদ্যুৎ খাতে চুরির লাইসেন্স প্রদান করেছিল। তিনি বলেন, ‘বিগত সরকারের আমলে সবচেয়ে বেশি চুরি হয়েছে বিদ্যুৎ খাতে। সরকার তাদের পছন্দের লোকদের এ খাতে চুরির লাইসেন্স দিয়েছিল।’
বৃহস্পতিবার (২১ আগস্ট) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
শফিকুল আলম আরও জানান, অন্তর্বর্তী সরকারের সময়ে ১০টি সংস্কার কমিশনের ৩৬৭টি সুপারিশ বাস্তবায়নের পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয় নিজস্ব উদ্যোগে বেশ কয়েকটি সংস্কার করেছে।
তিনি বলেন, রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানকার আলোচনার ভিত্তিতেই এ তথ্য তুলে ধরা হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
বাংলাফ্লো/সিএস
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0