রবিবার, ১৯ অক্টোবর ২০২৫

অবশেষে মুক্তি পাচ্ছে পপির শেষ সিনেমা ‘ডাইরেক্ট অ্যাটাক’

কুলি’ খ্যাত এই নায়িকার প্রায় দেড় শতাধিক সিনেমার ক্যারিয়ারে, ‘মেঘের কোলে রোদ’, ‘কি যাদু করিলা’, ‘গঙ্গাযাত্রা’-এর মতো সিনেমার জন্য তিনি তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন।

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: প্রায় পাঁচ বছর ধরে যিনি লোকচক্ষুর আড়ালে, সেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি অবশেষে বড় পর্দায় ফিরছেন। ২০২১ সালে সেন্সর ছাড়পত্র পাওয়া তাঁর অভিনীত শেষ সিনেমা ‘ডাইরেক্ট অ্যাটাক’ অবশেষে মুক্তির আলো দেখতে চলেছে। পরিচালক সাদেক সিদ্দিকী জানিয়েছেন, আগামী ১৭ অক্টোবর সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

‘ডাইরেক্ট অ্যাটাক’ সিনেমাটির শুটিং শুরু হয়েছিল ‘সাহসী যোদ্ধা’ নামে। করোনার মধ্যেই সিনেমাটির শেষ ধাপের শুটিং সম্পন্ন হয় এবং ২০২১ সালে এটি সেন্সর ছাড়পত্র লাভ করে। কিন্তু এরপর, নায়িকা পপি আড়ালে চলে যাওয়ায় এবং অন্যান্য কারণে, সিনেমাটির মুক্তি অনিশ্চিত হয়ে পড়ে। অবশেষে, প্রায় চার বছর পর, ছবিটি প্রেক্ষাগৃহে আসছে।

এই সিনেমায় পপির বিপরীতে অভিনয় করেছেন আরেক জনপ্রিয় নায়ক আমিন খান। এ ছাড়াও, বিভিন্ন চরিত্রে আরও রয়েছেন ইমন এবং শিরিন শিলার মতো শিল্পীরা।

২০২০ সালে ‘ডাইরেক্ট অ্যাটাক’-এর শুটিং শেষ করার পরই, পপি চলচ্চিত্র জগৎ থেকে নিজেকে পুরোপুরি গুটিয়ে নেন। এই বছরের শুরুতে, এক পারিবারিক বিরোধের জেরে তিনি প্রকাশ্যে আসেন এবং তখনই জানা যায়, তিনি বিয়ে করে এক পুত্রসন্তানের মা হয়েছেন। সম্প্রতি, তিনি প্রযোজক হিসেবে চলচ্চিত্রে ফেরার ইঙ্গিত দিলেও, অভিনেত্রী হিসেবে এটিই হতে পারে তাঁর শেষ সিনেমা।

‘কুলি’ খ্যাত এই নায়িকার প্রায় দেড় শতাধিক সিনেমার ক্যারিয়ারে, ‘মেঘের কোলে রোদ’, ‘কি যাদু করিলা’, ‘গঙ্গাযাত্রা’-এর মতো সিনেমার জন্য তিনি তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। দীর্ঘদিন পর বড় পর্দায় তাঁকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাঁর অগণিত ভক্ত।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0