বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

পুলিশের লুট হওয়া পিস্তল উদ্ধার, একজন আটক

কামালের স্বীকারোক্তি অনুযায়ী, মালগাজী এলাকার তার নিজ বসতবাড়ি থেকে পুলিশের ব্যবহৃত একটি চায়না ৭.৬২ মডেলের পিস্তল উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অস্ত্রটি পুলিশের থানা থেকে লুট করা হয়েছিল।

ছবি: সংগৃহীত

জেলা প্রতিনিধি

বাগেরহাট: চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া একটি পিস্তল উদ্ধারসহ এক ব্যক্তিকে আটক করেছে ডিবি পুলিশ। চট্টগ্রাম মেট্রোপলিটন ডিবি পুলিশের একটি দল বুধবার (২৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে মোংলা থেকে কামাল নামের ব্যক্তিকে আটক করে।

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান ডিবি পুলিশের উদ্ধৃতি দিয়ে জানিয়েছেন, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন ডিবি পুলিশের ইন্সপেক্টর মো. রমিজ উদ্দিনের নেতৃত্বে মোংলায় একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। এ সময় অভিযানকারীরা মোংলা পোর্ট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে কামাল নামের এক ব্যক্তিকে আটক করেন। পরবর্তীতে কামালের স্বীকারোক্তি অনুযায়ী, মালগাজী এলাকার তার নিজ বসতবাড়ি থেকে পুলিশের ব্যবহৃত একটি চায়না ৭.৬২ মডেলের পিস্তল উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অস্ত্রটি পুলিশের থানা থেকে লুট করা হয়েছিল। মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের বরাত দিয়ে জানান, উদ্ধার হওয়া পিস্তলটি বাংলাদেশের পুলিশের ব্যবহৃত এবং থানা লুটের সময় খোয়া যাওয়া।

গ্রেফতার কামাল হাওলাদার সম্প্রতি অনুষ্ঠিত মোংলা উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে চাঁদপাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ও মোংলা উপজেলার মালগাজি গ্রামের মৃত আব্দুল মোতালেবের ছেলে।

বাগেরহাটের পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ জানান, চট্টগ্রামের একটি মামলায় কামাল হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রামে নেওয়া হবে।

বাংলাফ্লো/সিএস

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0