রবিবার, ১৯ অক্টোবর ২০২৫

জাপা-গণঅধিকার সংঘর্ষে পুলিশ পরিদর্শক ও রাশেদসহ আহত ৫ জন ঢাকা মেডিকেলে

শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: রাজধানীর বিজয়নগর এলাকায় জাতীয় পার্টি এবং গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে গণঅধিকার পরিষদের চারজন ও একজন পুলিশ কর্মকর্তা রয়েছেন।

শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

আহতদের মধ্যে রয়েছেন— গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ (৩২), সদস্য হাসান তারেক (২৮) উত্তর শাখার সাধারণ সম্পাদক ফারজানা কিবরিয়া (৩০), মেহবুবা ইসলাম (৩০), নারায়ণগঞ্জ জেলার সদস্য সচিব আনিসুর রহমান (৪২) এবং পুলিশের এক সদস্য।

আহতদের হাসপাতালে নিয়ে আসা গণঅধিকার পরিষদের নেতা ইমরান বলেন, মিছিল নিয়ে যাওয়ার সময় জাতীয় পার্টির কর্মীরা আমাদের ওপর ইট-পাটকেল ছোড়েন। তখন দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে আমাদের চারজন নেতাকর্মী আহত হলে তাদের হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে তারা ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছেন।

এদিকে, ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক জানান, বিজয়নগর এলাকা থেকে গণঅধিকার পরিষদের চারজন কর্মী এবং একজন পুলিশ পরিদর্শককে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

বাংলাফ্লো/এফএ

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0