জেলা প্রতিনিধি,
চট্টগ্রাম: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতিতে ১০ হাজার ইয়াবাসহ এক পুলিশ কনস্টেবল গ্রেপ্তার হয়েছেন।
বুধবার (২০ আগস্ট) সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি বনবিভাগের রেঞ্জ অফিসের সামনে তল্লাশি করে মনিরুল ইসলাম নামের ওই পুলিশ কনস্টেবলের কাছে ইয়াবা পাওয়ার তথ্য দিয়েছেন লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান।
গ্রেপ্তার মনিরুল চট্টগ্রাম নগর পুলিশের এসবিতে (বিশেষ শাখা) কোতোয়ালি অঞ্চলের কনস্টেবল হিসেবে কর্মরত আছেন। তার বাড়ি কক্সবাজারে।
উক্ত থানার ওসি আরও বলেন, ওই ব্যক্তি মোটরসাইকেল চালিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন। চুনতি রেঞ্জ অফিসের সামনের চেকপোস্টে তাকে তল্লাশি করা হয়। এসময় তার কাছ থেকে ১০ হাজার ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
তার বিরুদ্ধে লোহাগাড়া থানায় মাদক আইনে মামলা করার তথ্য দিয়ে তিনি বলেন, তাকে বিকালে আদালতে হাজির করা হয়। পরে বিচারক তাকে কারাগারে পাঠান।
এ বিষয়ে চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মাহমুদা বেগমের মোবাইলে ফোন করা হলেও তিনি সাড়া দেননি।
বাংলাফ্লো/এনআর
Comments 0