জেলা প্রতিনিধি
রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে ‘নুরাল পাগলা’র দরবারে হামলা, অগ্নিসংযোগ এবং কবর থেকে মরদেহ তুলে পুড়িয়ে দেওয়ার ঘটনার পর, পুলিশের ওপর হামলার মামলায় গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। এই ঘটনায় আরও ৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ, যার ফলে মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ জনে। এর মধ্যে দুজন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শরীফ-আল-রাজীব বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় অজ্ঞাতনামা প্রায় সাড়ে তিন হাজার ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে রবিবার রাতে চারজন এবং সোমবার তিনজনকে গ্রেপ্তার করে।
তিনি আরও বলেন, “এখন পর্যন্ত এই মামলায় মোট ১৪ জন আসামি গ্রেপ্তার রয়েছে। এর মধ্যে ১১ জনকে আদালতে সোপর্দ করা হয়েছে, যাদের মধ্যে কাজী অপু ও বিল্লু ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।”
উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর, শুক্রবার, জুমার নামাজের পর ‘নুরাল পাগলা’র দরবারে হামলা চালায় একদল বিক্ষুব্ধ জনতা। তারা দরবারে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় সংঘর্ষে একজন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে, বিক্ষুব্ধ জনতা পুলিশের ওপরও হামলা চালায় এবং পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করে। সবচেয়ে ভয়ংকর ঘটনাটি ঘটে যখন হামলাকারীরা নুরাল পাগলের মরদেহ কবর থেকে তুলে এনে পুড়িয়ে দেয়।
পুলিশ জানিয়েছে, এই ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0