আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: গাজায় ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে যুক্তরাজ্যে একটি সামরিক ঘাঁটিতে ঢুকে পরে সেখানে দুটি উড়োজাহাজও ভাঙচুর করেন ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা।
শুক্রবার (২০ জুন) ‘প্যালেস্টাইন অ্যাকশন’ নামে একটি সংগঠনের কর্মীদের প্রতিবাদ কর্মসূচি চলাকালে এ ঘটনা ঘটে।
ওই সংগঠন জানায়, তাদের দুই কর্মী অক্সফোর্ডশায়ারের ব্রাইস নর্টন রয়্যাল এয়ার ফোর্স ঘাঁটিতে প্রবেশ করে দুটি ভয়েজার উড়োজাহাজ ভাঙচুর করেছেন। উড়োজাহাজ দুটি যুক্তরাজ্যের সামরিক জ্বালানি সরবরাহ ও পরিবহনের কাজে ব্যবহৃত হতো।
সংগঠনটি দাবি করেছে, বৈদ্যুতিক স্কুটারে করে কর্মীরা রানওয়ের ভেতরে ঢুকে পড়েন। পরে তারা পুরনো ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করে প্লেন ও রানওয়ের ওপর লাল রঙ ছড়িয়ে দেন, যা ‘রক্তের প্রতীক’ হিসেবে ব্যবহার করা হয়। এরপর রড ও লোহার শাবল দিয়ে উড়োজাহাজ দুটি ভাঙচুর করা হয়।
সংগঠনটির এক মুখপাত্র বলেন, ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে মুখে প্রতিবাদ করলেও ব্রিটেন এখনো সামরিক সহযোগিতা অব্যাহত রেখেছে। যুক্তরাজ্যের গোয়েন্দা বিমানগুলো গাজার আকাশে উড়ছে। ব্রিটিশ বিমান ঘাঁটিগুলো থেকে মার্কিন ও ইসরায়েলি বিমানগুলোকে জ্বালানি সরবরাহ করা হচ্ছে।
সংগঠনটি ঘটনাস্থলের ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রকাশ করেছে। তাদের দাবি, অভিযানের পর কর্মীরা আটক হননি।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় কিংবা পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
তথ্যসূত্র: আল জাজিরা
বাংলাফ্লো/আফি
Comments 0