বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার হওয়া চারজনকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রোববার (২৪ আগস্ট) ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেয়।
গ্রেফতার চারজন হলেন— পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহিদুল হক, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান এবং পুলিশের সাবেক উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোল্যা নজরুল ইসলাম। তাদেরকে যেকোনো দিন চার দিনের জন্য আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেওয়া হয়েছে।
রাষ্ট্রপক্ষের প্রসিকিউশনের করা আবেদনের শুনানি শেষে চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
আজকের শুনানিতে রাষ্ট্রপক্ষের হয়ে উপস্থিত ছিলেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তার সঙ্গে ছিলেন প্রসিকিউটর মিজানুল ইসলাম ও ফারুক আহাম্মদসহ অন্যরা।
এর আগে একই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আসামিদের বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১২ নভেম্বর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশ ঘিরে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের হওয়া মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী, সেনা কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সাবেক সদস্য, সাংবাদিক ও গণজাগরণ মঞ্চের সংগঠকদের আসামি করা
হয়েছে। মোট নয়জন আসামির মধ্যে চারজন গ্রেফতার আছেন এবং বাকি পাঁচজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
বাংলাফ্লো/সিএস
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0