মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

রামুতে যাত্রীবাহী বাস ও প্রাইভেট কার সংঘর্ষ, নিহত ২

রোববার (২৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামুর স্বপ্নতরী পার্কের সামনে এঘটনা ঘটে।

ছবি: সংগৃহীত

জেলা প্রতিনিধি,

কক্সবাজার: কক্সবাজারের রামুতে বাস-প্রাইভেট কার সংঘর্ষে ২ জনের মৃত্যু হয়েছে। তাৎক্ষণিক নিহতদের সঠিক পরিচয় পাওয়া যায়নি। এঘটনায় চারজন মুমূর্ষ অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

রোববার (২৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামুর স্বপ্নতরী পার্কের সামনে এঘটনা ঘটে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৈয়বুর রহমান সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঢাকা থেকে প্রাইভেট কারে কক্সবাজার আসার পথে মারসা যাত্রীবাহী বাসের সাথে সংঘর্ষ হয়। এঘটনায় স্পটে প্রাইভেট কারের দুই যাত্রী নিহত হয়। এঘটনায় পুলিশ কাজ করছে বলেও জানান ওসি।

প্রত্যক্ষদর্শীরা জানান, মারসা পরিবহনের বাসটি কক্সবাজার থেকে চট্টগ্রামগামী ছিল, আর নোহা মাইক্রোবাসটি বিপরীত দিক থেকে আসছিল। সংঘর্ষের পর নোহাটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় এবং ভেতরে কয়েকজন যাত্রী চাপা পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক শিশুসহ নোহা গাড়িটির ড্রাইভার প্রাণ হারায়।

এদিকে দুর্ঘটনাস্থলে পাওয়া পরিচয়পত্র থেকে জানা যায়, নোহার চালকের আসনে থাকা ব্যক্তি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইয়াসিন আহমেদ।

বাংলাফ্লো/এনআর

Leave a Comment

Comments 0