স্পোর্টস ডেস্ক
ঢাকা: কিছুদিন আগে অনুষ্ঠিত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে গুরুতর চোট পেয়েছিলেন ভারতীয় উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্ত। দলের মিডল অর্ডারের গুরুত্বপূর্ণ এই ব্যাটারের অভাব ভালোভাবেই টের পেয়েছে ভারত। কতটা সেরেছে তার চোট? আবার কবে মাঠে নামতে পারবেন তিনি? সম্প্রতি এই প্রশ্নের জবাবে নতুন ইঙ্গিত দিয়েছেন ভারতীয় এ ক্রিকেটার।
ইনস্টাগ্রামে নিজের একটি ছবি দিয়েছেন পন্ত। সেখানে দেখা যাচ্ছে, তার বাঁ পায়ে এখনও ব্যান্ডেজ বাঁধা রয়েছে। ক্যাপশনে পন্ত লেখেন, ‘এভাবে আর কতদিন?’ ক্যাপশন থেকে বোঝা যাচ্ছে, এখনও ব্যান্ডেজ কাটতে সময় লাগবে। তারপর মাঠে ফেরার প্রক্রিয়া শুরু করবেন তিনি। অর্থাৎ, মাঠে ফিরতে এখনও সময় লাগবে পন্তের।
তবে এভাবে বসে থাকতে আর ভাল লাগছে না পন্তের। মাঠে ফিরতে মুখিয়ে রয়েছেন তিনি, সেটিও বুঝিয়েছেন এ ক্রিকেটার। চোটের কারণেই এশিয়া কাপের দলে জায়গা পাননি পন্ত। ২ অক্টোবর থেকে শুরু হতে চলা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজেও তার খেলার সম্ভাবনা কম। কবে তিনি আবার সুস্থ হবেন, তার জবাব এখনও অজানা।
মাঝেমাঝেই পন্ত জানান, কেমন রয়েছেন তিনি। এর আগে একবার নিজের ব্যান্ডেজ বাঁধা পায়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে তিনি লিখেছিলেন, ‘এই পরিস্থিতিকে আমি ঘৃণা করি।’ আপাতত বেঙ্গালুরুতে সেন্টার অফ এক্সিলেন্সে চিকিৎসকদের অধীনে রয়েছেন পন্ত। সেখানেই চলছে তার পুনর্বাসন প্রক্রিয়া।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0