স্পোর্টস ডেস্ক
ঢাকা: মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল সাতটায় লিওনেল মেসির ইন্টার মায়ামির মুখোমুখি হবে ব্রাজিলের ক্লাব পালমেইরাস। গ্রুপ ‘এ’তে পয়েন্ট টেবিলে সমান পয়েন্ট নিয়ে পালমেইরাস শীর্ষে আছে, ইন্টার মায়ামি আছে দুইয়ে। ইন্টার ও পালমেইরাসের ম্যাচটি গ্রুপ সেরা নির্ধারণী যেমন হতে পারে, তেমনি পরাজিত দলের বিদায়ের শঙ্কাও আছে।
মেসির বিপক্ষে ওই ম্যাচে গোল করতে পারলে ক্রিস্টিয়ানো রোনালদোর ট্রেডমার্ক ‘সিউ...’ উদযাপন করবেন পালমেইরাসের ২৮ বছর বয়সী ডিফেন্ডার মুরিলো। তবে দলটির আরেক ডিফেন্ডার ভ্যান্ডারলান আর্জেন্টাইন কিংবদন্তি মেসির জার্সি চাইবেন বলে উল্লেখ করেছেন।
প্রশ্নের জবাবে মুরিলো বলেন, ‘আমি সিআরসেভেনের সমর্থক। তাকে আমি পরিপূর্ণ ফুটবলার মনে করি। তার দৃষ্টিভঙ্গিও খুবই ইতিবাচক। অধ্যবসায় তাকে অন্যদের থেকে আলাদা করেছে। তার নিয়মানুবর্তিতা, পরিশ্রমের রুটিন অনুসরণ করি আমি। সত্যিই তাকে পছন্দ করি। অবশ্যই মায়ামির বিপক্ষে গোল করতে পারলে আমি সিউ উদযাপন করবো।’
মেসির জার্সি চাওয়া প্রসঙ্গে এই ডিফেন্ডার বলেন, ‘না, আমি তার কাছে জার্সি চাইতে যাবো না। দলে এরই মধ্যে অনেকে আছে, যারা তার জার্সি পেতে চান।’ ম্যাচে মেসিকে নিয়ে পরিকল্পনা পরিষ্কার বলেও উল্লেখ করেন মুরিলো, ‘এটা একেবারেই পরিষ্কার। তাকে চোখে চোখে রাখতে হবে।’
মুরিলো জানিয়েছেন, মেসির সঙ্গে জার্সি বদল করতে চান তার সতীর্থ ভ্যান্ডারলন। বিষয়টি নিয়ে পালমেইরাসের ২২ বছর বয়সী লেফট ব্যাক ভ্যান্ডারলান বলেন, ‘আমি মেসির দলে, এটা লুকানোর কিছু নয়। খুব ছোট থেকে আমি তার খেলা দেখতে পছন্দ করি।’
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0