স্পোর্টস ডেস্ক
ঢাকা: বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ সফর করছে পাকিস্তান। সেখানে স্বাগতিকদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলছে পাকিস্তান। এই সিরিজে দারুণ ব্যাটিং করছেন সাইম আইয়ুব। তবে সর্বশেষ বাংলাদেশ সফরে সুবিধা করতে পারেননি তিনি। সেই সিরিজে নিজের ব্যর্থতার দায় মিরপুরের উইকেটকে দিলেন এই ওপেনার।
বাংলাদেশ সিরিজে তিন ম্যাচে মোটে ২৮ রান করেছিলেন সাইম। এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচেই আলো ছড়িয়েছেন তিনি। ব্যাট হাতে ৫৭ রান করার পাশাপাশি বল হাতেও ২ উইকেট নিয়েছেন তিনি।
সাইমের অলরাউন্ড নৈপুণ্যেই প্রথম ম্যাচে ১৪ রানের জয় পেয়েছে পাকিস্তান। এই ম্যাচের উইকেট নিয়ে কথা বলতে গিয়ে মিরপুরকে টেনে এনেছেন সাইম। বাংলাদেশ সফরে তারা স্পিন উইকেট আশা করেছিলেন। কিন্তু সেটি হয়নি।
তিনি বলেন, 'বাংলাদেশে আমরা স্পিন সহায়ক উইকেট আশা করেছিলাম, কিন্তু সেখানে আসলে পেসাররাই বেশি সহায়তা পেয়েছিল। তবে লডারহিলের উইকেট ছিল শুষ্ক এবং স্পিনারদের সহায়ক। যদি পরের ম্যাচগুলোতেও একই ধরনের কন্ডিশন থাকে, তাহলে স্পিনাররাই বড় ভূমিকা রাখবে।'
'নিয়মিত শট খেলা কঠিন ছিল। নতুন ব্যাটারদের জন্য টিকে থাকা ছিল আরও কঠিন। তবে আমাদের কম্বিনেশন ভালো কাজ করেছে, এবং প্রতিটি খেলোয়াড় পরিস্থিতি অনুযায়ী নিজেকে মানিয়ে নিতে প্রস্তুত।'-যোগ করেন তিনি।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0