বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

পাকিস্তানের ‘হার্ডহিটার’ ব্যাটারের অবসর ঘোষণা

আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ালেও ঘরোয়া ক্রিকেট ও ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে খেলা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন ৩৩ বছর বয়সী এই ক্রিকেটার।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: পাকিস্তানের মারকুটে ব্যাটার আসিফ আলি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ালেও ঘরোয়া ক্রিকেট ও ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে খেলা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন ৩৩ বছর বয়সী এই ক্রিকেটার।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় আসিফ আলি বলেন, ‘পাকিস্তানের জার্সি গায়ে জড়ানো আমার জীবনের সবচেয়ে বড় গর্ব, আর দেশের হয়ে মাঠে নামা ছিল সবচেয়ে সম্মানজনক অধ্যায়।’

বিদায়বার্তায় তিনি আরও বলেন, “অন্তর থেকে কৃতজ্ঞতা জানাই—এই পথচলার জন্য। ক্রিকেটের প্রতি ভালোবাসা নিয়েই আমি ঘরোয়া ও লিগ ক্রিকেটে খেলে যাব।”

২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক অভিষেক হয় আসিফের। ওই বছরই পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সে নজর কাড়েন তিনি। ফাইনালে টানা তিন ছক্কায় দলকে জেতান, সেখান থেকেই জাতীয় দলে ডাক।

২১টি ওয়ানডে ও ৫৮টি টি-টোয়েন্টি খেলেছেন পাকিস্তানের হয়ে। মূলত মধ্যপর্যায়ে ‘ফিনিশার’ হিসেবে ব্যাট করতেন। তবে অনেক সময়ই সঠিক সময়ে ব্যাটিংয়ের সুযোগ পাননি, যার ফলে তার সামর্থ্য পুরোপুরি বিকশিত হয়নি বলে মনে করেন অনেকে। টি-টোয়েন্টিতে তার ইনিংসপ্রতি গড় বল খেলেছেন মাত্র ৭টি, যা বলে দেয় প্রায়শই তাকে দেরিতে পাঠানো হতো।

আসিফের ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় ইনিংস ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে। পাকিস্তানের দরকার ছিল ২ ওভারে ২৪ রান। তিনি মাত্র সাত বলে করেন ২৫ রান, যার মধ্যে ছিল ১৯তম ওভারে চারটি বিশাল ছক্কা! এই ইনিংসেই সেমিফাইনালে উঠে যায় পাকিস্তান।

এক বছর পর এশিয়া কাপে ভারতের বিপক্ষে আবারও জ্বলে ওঠেন আসিফ। ৮ বলে ১৬ রানের ঝড়ো ইনিংসে দলকে পৌঁছে দেন ফাইনালে। তবে এরপরই শুরু হয় পতন। ২০২২ বিশ্বকাপে তিনি ছিলেন দলের বাইরে, ফর্মও হারিয়ে ফেলেন। তরুণ হার্ডহিটারদের উত্থানের মাঝে আসিফ হয়ে পড়েন অতীত। জাতীয় দলের হয়ে শেষ ম্যাচটি খেলেন ভারতের বিপক্ষে, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। এরপর ২০২৩ এশিয়ান গেমসে পাকিস্তানের দ্বিতীয় সারির দলে ছিলেন।

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0