স্পোর্টস ডেস্ক
ঢাকা: মিরপুরে তিন ম্যাচের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের কাছে সাত উইকেটে হেরে উইকেটের সমালোচনা করেছেন পাকিস্তান কোচ মাইক হেসন। তিনি জানিয়েছেন এ ধরনের উইকেট গ্রহণযোগ্য নয়।
ম্যাচ জয়ের নায়ক পারভেজ হোসেন ইমন জানিয়েছেন, উইকেট খুব বেশি খারাপ নয়। রোববার ম্যাচ শেষে হেসন বলেন, ‘কারও জন্যই সহায়ক উইকেট নয়। এশিয়া কাপ বা বিশ্বকাপের জন্য প্রস্তুতি নেওয়ার চেষ্টা করলে এ উইকেট গ্রহণযোগ্য নয়। ব্যাটিংয়ে আমরা যে কয়েকটি সিদ্ধান্ত নিয়েছি, তার জন্য কোনো অজুহাত চলে না।’
বাংলাদেশ দলের ওপেনার পারভেজ বলেন, ‘উইকেট গ্রহণযোগ্য নয় এমন মনে হয়নি। আমরা ১১০ রান করছি ১৬ ওভারে। যদি ২০ ওভারও খেলতাম ১৬০ রান করতে পারতাম। হতে পারে তারা মানিয়ে নিতে পারিনি, আমরা মানিয়ে নিতে চেষ্টা করছি।’
রোববার মিরপুরে মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের তোপে ১১০ রানে অলআউট হয় পাকিস্তান। জবাবে পারভেজ হোসেন ইমন ৫৬ রানে চড়ে ৭ উইকেটের জয় পায় বাংলাদেশ।
তিন ম্যাচের দ্বিতীয় টি-টোয়েন্টি আগামীকাল একই মাঠে। শেষ টি-টোয়েন্টি মিরপুর শেরই বাংলা ক্রিকেট স্টেডিয়ামের একই মাঠে ২৪ জুলাই।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0