বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত ৪৩০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার (২৫ আগস্ট ) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া একজন নারী। আর আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৩১০ জনই ঢাকার বাইরের।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ১১৫ জন, যাদের মধ্যে ৬৫ জন পুরুষ ও ৫০ জন নারী।
এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৬৩২ জন, যার মধ্যে ১৬ হাজার ৯৬৩ জন পুরুষ ও ১১ হাজার ৬৬৯ জন নারী।
বাংলাফ্লো/এফএ
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0