শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

একদিকে নির্বাচন অফিস ঘেরাও, অন্যদিকে হাইকোর্টে আইনি লড়াই

“আদালতে আমরা ন্যায়বিচার পাব বলে আশা করি। যতদিন আমরা চারটি আসন না ফিরে পাব, ততদিন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন এই নেতা।”

ছবি-সংগৃহীত

জেলা প্রতিনিধি

বাগেরহাট: বাগেরহাটের সংসদীয় আসন চারটি থেকে কমিয়ে তিনটি করার নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত নিয়ে এবার রুল জারি করেছেন হাইকোর্ট। আসন কমিয়ে জারি করা গেজেটটি কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছেন আদালত। নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের আগামী ১০ দিনের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। এই আইনি অগ্রগতির মধ্যেই, ‘সর্বদলীয় সম্মিলিত কমিটি’র নেতাকর্মীরা দ্বিতীয় দিনের মতো জেলা নির্বাচন অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছেন।

আজ, বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে, সর্বদলীয় সম্মিলিত কমিটির শত শত নেতাকর্মী মিছিল নিয়ে বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে জড়ো হন এবং প্রধান গেট ঘিরে ফেলেন। এই কর্মসূচি দুপুর ১টা পর্যন্ত চলে।

কমিটির সদস্য সচিব ও জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি শেখ মোহাম্মাদ ইউনুস বলেন, “দুর্গোৎসব, ব্যবসায়ীদের ক্ষতি ও সাধারণ মানুষের ভোগান্তির কথা মাথায় রেখে আমরা হরতালের কর্মসূচি আপাতত বাতিল করেছি।”

তবে হাইকোর্টের রুল জারির খবরে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, “আদালতে আমরা ন্যায়বিচার পাব বলে আশা করি। যতদিন আমরা চারটি আসন না ফিরে পাব, ততদিন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন এই নেতা।”

গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন বাগেরহাটের চারটি সংসদীয় আসন (সাঁথিয়া ও বেড়া উপজেলার আংশিক) কমিয়ে তিনটি করে চূড়ান্ত গেজেট প্রকাশ করে। এর পর থেকেই বেড়া উপজেলাবাসী ক্ষোভে ফেটে পড়েন এবং লাগাতার আন্দোলন কর্মসূচি পালন করে আসছেন। এই সিদ্ধান্তের বিরুদ্ধেই বাগেরহাট প্রেসক্লাব এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে হাইকোর্টে দুটি পৃথক রিট পিটিশন দায়ের করা হয়েছিল।

সব মিলিয়ে, বাগেরহাটের আসন পুনর্বিন্যাসের বিষয়টি এখন রাজপথের আন্দোলনের পাশাপাশি উচ্চ আদালতের আইনি লড়াইয়েও গড়িয়েছে।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0