স্পোর্টস ডেস্ক
ঢাকা: এশিয়া কাপের প্রথম ম্যাচেই শক্তির প্রমাণ দিল পাকিস্তান। ব্যাট-বলে দাপুটে পারফরম্যান্সে ওমানকে রীতিমতো উড়িয়ে দিয়ে ৯৩ রানের বিশাল জয় তুলে নিয়েছে সালমান আগার দল।
১৬১ রানের লক্ষ্য তাড়া করতে নেমেই ছন্নছাড়া হয়ে পড়ে ওমানের ইনিংস। অভিজ্ঞ জতিন্দর সিং, আমির কলিম কিংবা অধিনায়ক জিশান মাকসুদ কেউই পাকিস্তানের আগুনঝরা বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেননি। শাহীন শাহ আফ্রিদি, আবরার আহমেদ ও ফাহিম আশরাফ শুরুতেই প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপ ছিন্নভিন্ন করে দেন। একমাত্র হাসান মির্জাই কিছুটা লড়াইয়ের আভাস দেন, ২৩ বলে ২৭ রান করে। বাকিরা ছিলেন কেবলই মাঠের দর্শক।
পাকিস্তানের বোলারদের দাপটে একে একে ভেঙে পড়ে ওমানের প্রতিরোধ। শেষ পর্যন্ত মাত্র ৬৭ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস, নিশ্চিত হয় পাকিস্তানের দাপুটে জয়। সাইম, মুকিম ও ফাহিম নেন দুটি করে উইকেট, আর শাহীন, আবরার ও নেওয়াজের ঝুলিতে যায় একটি করে উইকেট।
এর আগে ম্যাচের শুরুতে টস জিতে ব্যাট করতে নামে পাকিস্তান। দলীয় স্কোর চার রানে ওপেনার সাইম আইয়ুব আউট হয়ে শঙ্কা তৈরি করেন। তবে সাহিবজাদা ফারহান ও মোহাম্মদ হারিস দ্বিতীয় উইকেটে গড়েন ৮৫ রানের জুটি। হারিস ছিলেন ইনিংসজুড়ে আক্রমণাত্মক, খেলেন ঝলমলে ৬৬ রানের ইনিংস। তাকে দারুণ সঙ্গ দেন ফারহান (২৯)।
তবে দুজনের বিদায়ের পরপরই ব্যাটিংয়ে ধস নামে পাকিস্তানের। একসময় ১২০ রানে অর্ধেক উইকেট হারিয়ে বসে তারা। কিন্তু শেষদিকে ফখর জামানের ২৩* রানের ইনিংস আর মোহাম্মদ নেওয়াজের ১০ বলে ১৯ রানের ক্যামিও পাকিস্তানকে পৌঁছে দেয় ২০ ওভারে ৭ উইকেটে ১৬০ রানে।
ওমানের হয়ে শাহ ফয়সাল ও আমির কলিম তিনটি করে উইকেট নিলেও তা ঢেকে যায় পাকিস্তানের বোলিং তোপের উজ্জ্বলতায়।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0