মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

'১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন' মন্ত্রিপরিষদ বিভাগের কার্যাবলী থেকে বাদ

গত বছরের ৫ আগস্টে সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার ১৫ আগস্ট শোক দিবস পালন ও সরকারি ছুটি বাতিল করে।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: মন্ত্রিপরিষদ বিভাগের কার্যাবলীর তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে ‘১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন’। এ বিষয়ে বৃহস্পতিবার (১৪ আগস্ট) মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের সই করা প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন সিদ্ধান্তে সরকারি কার্যক্রমের কাঠামোতে এ দিবস পালনের দায়িত্ব আর মন্ত্রিপরিষদ বিভাগের আওতায় থাকবে না।

এর আগে গত ১৬ অক্টোবর ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিলের ঘোষণা দেওয়া হয়েছিল। প্রায় ১০ মাস পর ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’ সংশোধনের মাধ্যমে মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্ব থেকে এই কর্মসূচি আনুষ্ঠানিকভাবে বাদ দেওয়া হলো।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রুলস অব বিজনেসের শিডিউল-১ (অ্যালোকেশন অব বিজনেস অ্যামং দ্য ডিফারেন্ট মিনিস্ট্রিজ অ্যান্ড ডিভিশনস)-এর ক্যাবিনেট বিভাগের ৯-এর ‘এ’ নম্বর আইটেম এবং সেখানে উল্লেখিত এন্ট্রি বিলুপ্ত করা হবে।

উক্ত ৯(এ) ধারায় উল্লেখ ছিল—‘১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন’।

প্রসঙ্গত, বিগত সরকার প্রতি বছর ১৫ আগস্টকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করত এবং এটি সরকারি ছুটির দিন ছিল। তবে গত বছরের ৫ আগস্টে সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার ১৫ আগস্ট শোক দিবস পালন ও সরকারি ছুটি বাতিল করে।

বাংলাফ্লো/সিএস


Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0