বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫

লিভারপুল ছাড়ছেন নুনেজ, যাচ্ছেন আল হিলালে!

দুই ক্লাবের মধ্যে চূড়ান্তভাবে চুক্তি এখনও হয়নি। তবে আলোচনা চলছে। দুই পক্ষই আশাবাদী, ৫ কোটি ৩০ লাখ ইউরোতে হতে পারে এই চুক্তি।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: সৌদি প্রো লিগ দল আল হিলালে যাওয়ার বেশ কাছে লিভারপুল স্ট্রাইকার ডারউইন নুনেজ, বিভিন্ন সূত্রে এই তথ্য জানিয়েছে ইএসপিএন।

দুই ক্লাবের মধ্যে চূড়ান্তভাবে চুক্তি এখনও হয়নি। তবে আলোচনা চলছে। দুই পক্ষই আশাবাদী, ৫ কোটি ৩০ লাখ ইউরোতে হতে পারে এই চুক্তি।

২০২২ সালের গ্রীষ্মে ৬ কোটি ৪০ লাখ পাউন্ডে বেনফিকা থেকে লিভারপুলে যান নুনেজ।

তিন মৌসুমে উরুগুয়ান তারকা ১৪৩ ম্যাচ খেলে ৪০ গোল করেছেন। গত মৌসুমে লিভারপুলের প্রিমিয়ার লিগ জিতলেও তার প্রভাব ততটা ছিল না। সব প্রতিযোগিতায় করেন কেবল সাত গোল। তাতেই অ্যানফিল্ডে তার ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়ে।

নুনেজ চলে গেলে লিভারপুলের ফরোয়ার্ড লাইনে আরও শূন্যতা তৈরি হবে। ইতোমধ্যে লুইস দিয়াজ চলে গেছেন বায়ার্ন মিউনিখে। ফেডেরিকো চিয়েসাও অ্যানফিল্ড ছাড়বেন বলে শোনা যাচ্ছে।

উগো একিতিকে গত মাসে আইন্ত্রাখট ফ্রাঙ্কফুর্ট থেকে লিভারপুলে যোগ দেন।

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0