স্পোর্টস ডেস্ক
ঢাকা: অনেক দিন ধরেই গুঞ্জন চলছিল, অবশেষে সেটিই সত্যি হলো। ইউরোপের মাটিতে যাযাবরের মতো ক্লাব বদলানো লিয়ান্দ্রো পারেদেস এবার ফিরছেন ঘরের মাঠে—চুক্তি চূড়ান্ত বোকা জুনিয়র্সের সঙ্গে। দীর্ঘ আলোচনার পর চূড়ান্ত হলো চুক্তি, রোমা থেকে নিজের শৈশবের ক্লাবে ফিরছেন আর্জেন্টাইন মিডফিল্ডার।
আসলে, ‘হিয়ার উই গো’—ট্রান্সফার গুরু ফ্যাব্রিজিও রোমানোর এই ঘোষণা মানেই খবরটা একরকম অফিসিয়াল। জানা গেছে, এএস রোমার সঙ্গে বোকার আলোচনা ইতোমধ্যেই চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। মৌখিক চুক্তি সেরে ফেলেছেন পারেদেস নিজেও। খুব শিগগিরই আর্জেন্টিনায় ফিরে মেডিকেল পরীক্ষার জন্য বোকার সদর দপ্তরে হাজির হবেন ৩০ বছর বয়সী এই মিডফিল্ডার।
রিলিজ ক্লজ ৩.৫ মিলিয়ন ইউরো ধরা হলেও, নির্ধারিত ফি সেই অঙ্কের কিছুটা নিচে। তবে অ্যাড অনসহ পুরো প্যাকেজ মিলিয়ে মোট ব্যয় হতে পারে প্রায় ৩.৫ মিলিয়ন ইউরোই।
পেশাদার ক্যারিয়ারের শুরুটা এই বোকার হয়েই। এরপর ইউরোপে পাড়ি জমিয়ে খেলেছেন পিএসজি, জেনিত, জুভেন্টাস, রোমার মতো ক্লাবে। জাতীয় দলের জার্সিতে বিশ্বকাপ জয়ও ধরা দিয়েছে তাঁর হাতে। তবে এতসব অর্জনের পরও পারেদেস যেন ঘরের মাঠেই খুঁজে পাচ্ছেন সবচেয়ে বড় স্বস্তি।
বোকা ভক্তদের কাছে এই ফেরাটা শুধু একজন ফুটবলারের ফিরে আসা নয়—এ যেন ঘরের ছেলের ঘরে ফেরা!
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0