বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: দেশজুড়ে টাইফয়েড টিকাদান কর্মসূচি পূজার ছুটির কারণে নতুন তারিখ নির্ধারণ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। পূর্ব ঘোষিত ১ সেপ্টেম্বরের বদলে আগামী ১২ অক্টোবর থেকে শুরু হবে।
প্রথমবারের মতো ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় ৫ কোটি শিশুকে সরকার বিনামূল্যে এই টিকা দেবে। টিকা পেতে https://vaxepi.gov.bd/registration/tcv -এ নিবন্ধন করতে হবে। নিবন্ধনের জন্য ১৭ সংখ্যার জন্ম নিবন্ধন সনদের নম্বর প্রয়োজন। নিবন্ধন শুরু হয়েছে ১ আগস্ট থেকে। নিবন্ধনের পর জন্ম নিবন্ধন সনদ ব্যবহার করে সরাসরি ভ্যাকসিন কার্ড ডাউনলোড করা যাবে।
ইপিআই প্রোগ্রাম ম্যানেজার ডা. আবুল ফজল মো. শাহাবুদ্দিন খান জানান, ১২ অক্টোবর থেকে ক্যাম্পেইন শুরু হবে। প্রথম ১০ দিন স্কুল ও মাদ্রাসায় ক্যাম্পের মাধ্যমে, এবং পরের আট দিন ইপিআই সেন্টারে টিকা দেওয়া হবে।
স্বাস্থ্য সচিব সায়েদুর রহমান বৃহস্পতিবার (১৪ আগস্ট) সাংবাদিকদের বলেন, কিছু কাজ শেষ না হওয়ায় এবং পূজার ছুটির কারণে সেপ্টেম্বরের পরিবর্তে অক্টোবরে টিকা দেওয়া হবে। শিশুদের জন্য এটি একটি নিরাপদ ভ্যাকসিন।
ইপিআই সূত্র জানায়, এক ডোজের ইনজেকটেবল এই টিকা তিন থেকে সাত বছর পর্যন্ত সুরক্ষা দেবে। গ্যাভি ভ্যাকসিন অ্যালায়েন্সের সহায়তায় দেশে এসেছে এ ভ্যাকসিনটি।
বাংলাফ্লো/সিএস
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0