জেলা প্রতিনিধি
নেত্রকোনা: নেত্রকোণা সদর উপজেলার মৌগাতি ইউনিয়নে পূর্ব শত্রুতার জেরে সাবেক এক ইউপি সদস্যসহ দুজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত দুই দফায় পাল্টাপাল্টি হামলায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় মৌগাতি ইউনিয়নের জামাটি গ্রামের সাবেক ইউপি সদস্য দৌজাহান মিয়া (৫৫), নেত্রকোণা জেলা বিএনপির কাউন্সিল থেকে বাড়ি ফিরছিলেন। পথে, প্রতিপক্ষ রফিকের লোকজন তাঁর মোটরসাইকেলের ওপর অতর্কিত হামলা চালায় এবং তাঁকে কুপিয়ে হত্যা করে।
নিহত দৌজাহান মিয়ার স্ত্রী জসুমা খাতুন জানান, রফিকের লোকজনের সঙ্গে তাঁদের জমিজমা এবং টাকা-পয়সা নিয়ে পুরনো বিরোধ চলছিল।
দৌজাহান মেম্বারকে হত্যার খবর ছড়িয়ে পড়লে, তাঁর সমর্থকরা ক্ষুব্ধ হয়ে প্রতিপক্ষ রফিকের বাড়িতে হামলা চালায়। এই হামলায় রফিকের পক্ষের চারজন গুরুতর আহত হন। আহতদের নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে, সেখানে নূর মোহাম্মদ (২৮) নামে আরও একজনের মৃত্যু হয়।
আহত বাকি তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ নেওয়াজ দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে, আজ সকালে ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রফিক মিয়া নামে আরেকজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও, পুলিশ এখনও পর্যন্ত তৃতীয় ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0