শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

নেপালে অর্থমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার বাসায় হামলা, যোগাযোগমন্ত্রীর বাসায় আগুন

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিক্ষোভকারীরা ললিতপুর থেকে বুধানিলকণ্ঠা পর্যন্ত বিভিন্ন মন্ত্রী ও শীর্ষস্থানীয় নেতাদের বাসভবনে পাথর নিক্ষেপ ও অগ্নিসংযোগ করেছে।

সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: নেপালে জেন জি আন্দোলনের উত্তাপ ছড়িয়ে পড়েছে রাজনৈতিক নেতাদের বাড়িঘরে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিক্ষোভকারীরা ললিতপুর থেকে বুধানিলকণ্ঠা পর্যন্ত বিভিন্ন মন্ত্রী ও শীর্ষস্থানীয় নেতাদের বাসভবনে পাথর নিক্ষেপ ও অগ্নিসংযোগ করেছে।

এমনকি হামলা চালানো হয়েছে দেশটির প্রধান বিরোধীদলীয় নেতা এবং নেপাল রাষ্ট্র ব্যাংকের গভর্নরের বাসভবনেও। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট।

সংবাদমাধ্যমটি বলছে, মঙ্গলবার নেপালে জেন জি বিক্ষোভকারীরা কাঠমান্ডু উপত্যকা ও বিভিন্ন জেলায় রাজনৈতিক নেতাদের বাড়িঘরে হামলা চালিয়েছে। হামলার সময় তারা পাথর নিক্ষেপ করে এবং কিছু স্থাপনায় অগ্নিসংযোগও করে।

এর মধ্যে ললিতপুরে নেপালের তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী প্রিথ্বী সুব্বা গুরুঙের বাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। এছাড়া উপ-প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী বিষ্ণু পাউডেলের ভৈসেপাতিস্থ বাসভবনে পাথর নিক্ষেপ করা হয়।

সোমবার পদত্যাগ করা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখকের বাড়িতেও হামলা চালানো হয়েছে।

এছাড়া নেপাল রাষ্ট্র ব্যাংকের গভর্নর বিশ্ব পাউডেলের ভৈসেপাতিস্থ বাসভবনে পাথর ছোড়া হয়। বিক্ষোভকারীরা সাবেক প্রধানমন্ত্রী ও নেপালি কংগ্রেস সভাপতি শেরবাহাদুর দেউবার বুধানিলকণ্ঠাস্থ বাড়ির কাছেও পৌঁছে যায়। তবে কোনও ধরনের আক্রমণের আগেই তাদের আটকানো সম্ভব হয়।

একইভাবে প্রধান বিরোধীদল সিপিএন (মাওবাদী) চেয়ারম্যান পুষ্পকমল দাহালের খুমালতার বাসভবনেও বিক্ষোভকারীরা পাথর নিক্ষেপ করেছে।

স্থানীয় সংবাদদাতারা জানিয়েছেন, নিরাপত্তা জোরদার করা সত্ত্বেও বিভিন্ন জেলায় মুখ্যমন্ত্রী, প্রাদেশিক মন্ত্রী ও অন্য নেতাদের বাসভবনও হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করেছে বিক্ষোভকারীরা।

বাংলাফ্লো/এফএ

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0