আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: নেপালে জেনারেশন জি’র নেতৃত্বাধীন বিক্ষোভে অরাজকতা ছড়িয়ে পড়ার পর দেশটির সেনাবাহিনীর কঠোর অভিযান শুরু করেছে। সহিংসতা দমনে শুরু হওয়া এই অভিযোনে এখন পর্যন্ত ২৭ জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।
এছাড়া দেশজুড়ে অভিযানে কোটি টাকার লুটের অর্থ ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বুধবার (১০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম হিমালয়ান টাইমস।
নেপালি সেনাবাহিনীর তথ্যমতে, মঙ্গলবার রাত ১০টা থেকে বুধবার সকাল ১০টা পর্যন্ত অগ্নিসংযোগ, লুটপাট ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রাজধানী কাঠমান্ডুসহ দেশের বিভিন্ন স্থান থেকে ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ সময় বিক্ষোভকারীদের লাগানো আগুন নিয়ন্ত্রণে আনতে তিনটি ফায়ার ইঞ্জিন মোতায়েন করা হয়। কাঠমান্ডুর গৌশালা–চাবাহিল–বৌদ্ধ এলাকায় সন্দেহভাজনদের কাছ থেকে লুট হওয়া ৩৩ লাখ ৭০ হাজার রুপিও উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী।
অভিযানে অস্ত্রের বড় একটি চালানও জব্দ করা হয়। এর মধ্যে বিভিন্ন ধরনের ৩১টি আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন ও গুলি রয়েছে। এর মধ্যে ২৩টি অস্ত্র কাঠমান্ডু থেকে এবং ৮টি পোখারা থেকে উদ্ধার করা হয়।
সেনাবাহিনী আরও জানিয়েছে, সংঘর্ষে আহত ২৩ জন নেপাল পুলিশের সদস্য এবং ৩ জন সাধারণ নাগরিক বর্তমানে সেনা হাসপাতালে চিকিৎসাধীন।
বিবৃতিতে জানানো হয়, সহিংসতা রোধ ও জনগণের জীবন-সম্পত্তি সুরক্ষায় সেনাবাহিনী এবং অন্যান্য নিরাপত্তা সংস্থা দেশব্যাপী সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0