শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

বিক্ষোভকারীদের শান্তিপূর্ণ সংলাপের আহ্বান জানালেন নেপাল সেনাপ্রধান

নেপাল সেনাবাহিনীর প্রধান জেনারেল অশোক রাজ সিগদেল বিক্ষোভকারী জেন-জি নেতাদের শান্তিপূর্ণ সংলাপের মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন।

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: নেপাল সেনাবাহিনীর প্রধান জেনারেল অশোক রাজ সিগদেল বিক্ষোভকারী জেন-জি নেতাদের শান্তিপূর্ণ সংলাপের মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, “বর্তমান কঠিন পরিস্থিতি স্বাভাবিক করা ও জাতির সর্বোচ্চ স্বার্থ রক্ষা করা সবার দায়িত্ব। আমি বিক্ষোভ কর্মসূচি স্থগিতের অনুরোধ করছি এবং সংশ্লিষ্ট পক্ষগুলোকে সংলাপের পথে আসার আহ্বান জানাচ্ছি।”

সিগদেল দেশব্যাপী বিক্ষোভে সরকারি সম্পত্তি ক্ষতির ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। এছাড়াও তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

তিনি আরও বলেন, “শান্তি, নিরাপত্তা ও জাতীয় ঐক্য রক্ষা করা সব নেপালি নাগরিকের দায়িত্ব। ইতিহাস সাক্ষী, নেপাল সেনাবাহিনী সব সময় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা, জাতীয় ঐক্য এবং জনগণের নিরাপত্তা রক্ষায় অঙ্গীকারবদ্ধ।”

সিগদেল সতর্ক করে বলেন, বিক্ষোভ কোনোভাবেই জাতীয় ও ঐতিহাসিক ঐতিহ্য, সরকারি-বেসরকারি সম্পত্তি, সাধারণ নাগরিক কিংবা বিদেশি কূটনৈতিক মিশনের নিরাপত্তা ক্ষতিগ্রস্ত করতে পারবে না। তিনি নাগরিকদের দেশপ্রেম, সামাজিক সম্প্রীতি ও ঐক্য বজায় রেখে একসাথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

সূত্র: খবরহাব

বাংলাফ্লো/সিএস


Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0