শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

নেপালে জেল ভেঙে পালিয়েছে প্রায় ৬০০ আসামি

সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) কেপি শর্মার পতনের পর মাহোত্তারির জ্বলেশ্বর কারাগার ভেঙে ফেলেন বিক্ষোভকারী ও কয়েদিরা। ওই সময় এ কারাগার থেকে অন্তত ৫৭২ আসামি পালিয়ে যায়।

সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: গণবিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগের পর নেপালে আইন ও শাসন ব্যবস্থা ভেঙে পড়েছে। বিক্ষোভকারীরা পার্লামেন্ট, আদালতসহ বহু সরকারি অবকাঠামোতে হামলা চালিয়েছে। এছাড়া জেল ভাঙার ঘটনাও ঘটেছে।

সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) কেপি শর্মার পতনের পর মাহোত্তারির জ্বলেশ্বর কারাগার ভেঙে ফেলেন বিক্ষোভকারী ও কয়েদিরা। ওই সময় এ কারাগার থেকে অন্তত ৫৭২ আসামি পালিয়ে যায়।

স্থানীয় পুলিশ সুপার হেরাম্ব শর্মা বলেছেন, সন্ধ্যা ৭টার দিকে প্রায় ৫০০ বিক্ষোভকারী লাঠিসোটা নিয়ে কারাগারে উপস্থিত হন। তারা এসে কারাগার ভাঙা শুরু করেন। অপরদিকে ভেতরে থাকা কয়েদিরা দেওয়াল ভাঙতে রান্নার কাঠ ব্যবহার করেন।

একটা পর্যায়ে কারাগার ভেঙে ফেলেন তারা। তবে বিক্ষোভকারীর সংখ্যা পুলিশের চেয়ে অনেক বেশি হওয়ায় কিছু করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।

জেল ভাঙার ঘটনার পর সেখানে কারফিউ জারি করা হয়। বর্তমানে শহরটিতে উত্তেজনা বিরাজ করছে। সর্বশেষ পরিস্থিতি নিয়ে পুলিশ জরুরি বৈঠকে বসবে।

এদিকে কারাগার ভেঙে কয়েদিরা পালিয়ে যাওয়ার পর সাধারণ নেপালিরা নিন্দা জানিয়েছে। তারা বলছে, জেন-জির বিক্ষোভকারীরা এ ধরনের কোনো কাজ করেনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার সুযোগে অপরাধীরা এ কাজ করেছে বলে মন্তব্য তাদের।

সূত্র: কাঠমান্ডু পোস্ট

বাংলাফ্লো/এফএ

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0