জেলা প্রতিনিধি
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর সেতুর শিমরাইল অংশে এক রহস্যজনক সড়ক দুর্ঘটনায় দুজন ট্রাকচালকের মৃত্যু হয়েছে। আজ, বৃহস্পতিবার (২ অক্টোবর) ভোরে এই দুর্ঘটনাটি ঘটে। ব্রিজের ওপর দুটি ট্রাক দাঁড়ানো অবস্থায় পাওয়া গেলেও, চালক দুজনের বিবস্ত্র মরদেহ পাওয়া যায় প্রায় ১০০ গজ দূরে।
শিমরাইল হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ জুলহাস উদ্দিন জানান, ভোরে কাঁচপুর ব্রিজের ওপর দুটি ট্রাক দাঁড়িয়ে ছিল। কিছুক্ষণ পর, সেখান থেকে প্রায় ১০০ গজ দূরে, দুই চালকের মরদেহ বিবস্ত্র অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখা যায়।
পুলিশ জানিয়েছে, নিহত দুজন একই মালিকের দুটি ট্রাক চালাতেন। তাঁদের মধ্যে একজনের নাম রাকিব (২৪), তিনি ময়মনসিংহের বাসিন্দা। অপরজনের পরিচয় এখনও জানা যায়নি।
ইনচার্জ জুলহাস উদ্দিন বলেন, “একটি ট্রাক নষ্ট হয়ে গেলে, অন্য ট্রাকটি দিয়ে সেটিকে টেনে নিয়ে যাওয়া হচ্ছিল। ধারণা করা হচ্ছে, চালকেরা হয়তো রাস্তা পার হচ্ছিলেন অথবা অন্য গাড়ির সাহায্য চাইতে গিয়ে, কোনো অজ্ঞাত গাড়ির ধাক্কায় নিহত হয়েছেন।”
পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। দুর্ঘটনার পর, ট্রাকের মালিকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং তিনি ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
কীভাবে এবং কোন গাড়ির ধাক্কায় এই দুই চালকের মৃত্যু হলো, এবং তাঁদের মরদেহ কেন বিবস্ত্র অবস্থায় পাওয়া গেল— এই সব রহস্য উদঘাটনের জন্য পুলিশ তদন্ত শুরু করেছে।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0