মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

সকল বাটপারের তীর্থভূমি আমার জন্মভূমি — খায়রুল বাসার

“দলের বিপক্ষে দল, মানুষের বিপক্ষে মানুষ! এই দলের শত্রু ওই দল, ওই দলের শত্রু এই দল। তাদের কাজ জনগণকে জনগণের শত্রু করে তোলা। আমরা তাদের পেছনে নাচি মরি কাটাকাটি করি!”

ছবি-বাংলাফ্লো

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার শুধু একজন শিল্পীই নন, একজন সমাজসচেতন নাগরিকও বটে। দেশের সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে তিনি প্রায়শই সামাজিক মাধ্যমে নিজের পর্যবেক্ষণ এবং ভাবনা তুলে ধরেন। এবার তিনি দেশের রাজনৈতিক সংস্কৃতি এবং মানুষের বিভাজন নিয়ে এক তীব্র এবং হতাশাজনক মন্তব্য করেছেন, যা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

গতকাল, শনিবার (৯ আগস্ট) সন্ধ্যায় খায়রুল বাসার তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লেখেন, “এই দেশটা এক অনন্য শত্রুর দেশ!”

কেন তিনি এমনটা মনে করেন, তার ব্যাখ্যাও দিয়েছেন তিনি। তাঁর ভাষায়, “দলের বিপক্ষে দল, মানুষের বিপক্ষে মানুষ! এই দলের শত্রু ওই দল, ওই দলের শত্রু এই দল। তাদের কাজ জনগণকে জনগণের শত্রু করে তোলা। আমরা তাদের পেছনে নাচি মরি কাটাকাটি করি!”

তিনি আরও একটি ভয়াবহ বাস্তবতার কথা তুলে ধরে বলেন, “দলাদলি করে মরেন আপনাকে নিয়ে রাজনীতি হবে হুঁশিয়ারি হবে! রাজনৈতিক স্বার্থের বাইরে কিছুই ঠিক হবে না! ...দলের বাইরে সাধারণ পেশাজীবি মানুষ বা একজন ডাক্তার, একজন শিক্ষক, একজন সাংবাদিক হিসেবে মরেন- আপনাকে নিয়ে কারো হুঁশিয়ারি নাই! কেউ বলে না মানুষ মরছে, এভাবে মানুষ মারা চলবে না।”

সবশেষে, তিনি দ্বিজেন্দ্রলাল রায়ের \ধনধান্য পুষ্পভরা\ গানের প্রথম অংশ ব্যঙ্গ করে লেখেন, \এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি

সকল বাটপারের তীর্থভূমি আমার জন্মভূমি\

মূকাভিনেতা থেকে অল্প সময়েই ছোটপর্দার প্রিয় মুখে পরিণত হয়েছেন খায়রুল বাসার। ২০১৭ সাল থেকে টুকটাক অভিনয় দিয়ে শুরু। সময়ের স্রোতে হয়ে উঠেছেন তারকা। নাটক ও ওয়েব কন্টেন্ট করে আলোচনায় আসেন তিনি। আশফাক নিপুণের জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মহানগর’ এবং মিজানুর রহমান আরিয়ানের ‘নেটওয়ার্কের বাইরে’ তাকে এনে দিয়েছে আলাদা রকমের জনপ্রিয়তা।

তবে গল্প ও চরিত্রের প্রতি আলাদা মনযোগী তিনি। মনযোগ তার সিনেমার প্রতিও। নিজেই বহুবার জানিয়েছেন, সিনেমায় নিয়মিত হতে চান খায়রুল বাসার। কাজ করেছেন তিনি গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘কাজল রেখা’ সিনেমায়।

 তাঁর এই সাহসী এবং সময়োপযোগী পর্যবেক্ষণ সামাজিক মাধ্যমে অনেকেই সমর্থন জানিয়েছেন এবং দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0