স্পোর্টস ডেস্ক
ঢাকা: পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। এই সিরিজের প্রথম দুই ম্যাচে বল হাতে দুর্দান্ত ছিলেন মুস্তাফিজুর রহমান। তাতে আইসিসি টি-টোয়েন্টি বোলারদের র্যাংকিংয়ে বড় লাফ দিয়েছিলেন তিনি। তবে দিন কয়েকের ব্যবধানে র্যাংকিংয়ে অবনতি হয়েছে এই পেসারের।
সিরিজের প্রথম দুই ম্যাচের পর আইসিসি প্রকাশিত সপ্তাহিক হাল নাগাদকৃত টি-টোয়েন্টি বোলারদের র্যাংকিংয়ে ১৭ ধাপ এগিয়ে শীর্ষ দশে জায়গা করে নিয়েছিলেন মুস্তাফিজ। এরপর সিরিজের শেষ টি-টোয়েন্টিতে বিশ্রাম দেওয়া হয় এই বাঁহাতি পেসারকে।
পাকিস্তান সিরিজের শেষ ম্যাচ না খেলায় আবারো দশের বাইরে চলে গেছেন মুস্তাফিজ। ৩ ধাপ পিছিয়ে ৬৪৬ রেটিং পয়েন্ট নিয়ে এখন ১২ নম্বরে অবস্থান করছেন এই পেসার।
অবনতি হয়েছে শেখ মেহেদীরও। এক ধাপ পিছিয়ে ১৭ নম্বরে নেমে গেছেন এই ডানহাতি অফ স্পিনার। এক ধাপ করে পিছিয়েছেন তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব। তারা অবস্থান এখন যথাক্রমে ২৮ ও ৩৮ নম্বরে।
টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাঙ্কিংয়ে বাংলাদেশের মধ্যে সবার উপরে আছেন তাওহিদ হৃদয়। ৫৪৫ রেটিং পয়েন্ট নিয়ে ৩৯ নম্বরে আছেন ডানহাতি এই ব্যাটার। কারণ অবনতি হয়েছে তানজিদ তামিমের। শেষ টি-টোয়েন্টিতে ব্যর্থ হওয়ায় ৫ ধাপ পিছিয়ে ৪২ নম্বরে অবস্থান করছেন এই ওপেনার।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0