এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: ‘নাগিন’ খ্যাত জনপ্রিয় অভিনেত্রী মৌনী রায় প্রায়শই তাঁর চেহারা এবং কথিত প্লাস্টিক সার্জারি নিয়ে সামাজিক মাধ্যমে কুরুচিপূর্ণ আক্রমণের শিকার হন। নেটিজেনদের একাংশের দাবি, সার্জারির কারণে তাঁর শরীর নাকি ‘প্লাস্টিকের তৈরি’ এবং তিনি তাঁর স্বাভাবিক সৌন্দর্য হারিয়েছেন। এতদিন এই বিষয়ে চুপ থাকলেও, এবার সহ্যের সীমা ছাড়িয়েছেন অভিনেত্রী। তিনি ট্রোলারদের উদ্দেশে কড়া জবাব দিয়েছেন।
সম্প্রতি মৌনী রায়ের নতুন ছবি ‘ভূতনী’-র ট্রেইলার লঞ্চ অনুষ্ঠানে তাঁর চোখের পাশের ফোলা ভাব নিয়ে নতুন করে ট্রলিং শুরু হয়। এর আগে থেকেই তাঁর ঠোঁটের গড়ন,‘ব্রেস্ট ইমপ্ল্যান্ট’ নিয়েও নানা ধরনের গুজব প্রচলিত ছিল।
এই লাগাতার কটাক্ষের জবাবে মৌনী রায় বলেন, “কিচ্ছু যায় আসে না। আমি দেখিই না। সবাইকে সবার কাজ করতে দিন। এসব মন্তব্যে মনোযোগ না দিলেই হলো।”
তিনি আরও যোগ করেন, “যদি আড়াল থেকে লুকিয়ে কেউ ট্রল করে আনন্দ খুঁজে পায়, তবে তাকে সেটাই পেতে দেওয়া হোক।”
তবে এখানেই না থেমে, তিনি কটাক্ষকারীদের জীবনযাপন নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, “জীবনে আপনারা একটু সময়োপযোগী কাজ করুন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের কাজের কথা বলুন, মানুষকে ভালবাসুন। তা না হলে জীবনটাই ব্যর্থ। আচ্ছা চললাম।”
উল্লেখ্য, এর আগেও শ্রীদেবী, প্রিয়াঙ্কা চোপড়ার মতো প্রথম সারির অভিনেত্রীদের প্লাস্টিক সার্জারি নিয়ে নানা বিতর্কের সম্মুখীন হতে হয়েছে। মৌনী রায়ের এই বলিষ্ঠ এবং সপাট জবাব আরও একবার প্রমাণ করলো, তিনি এই ধরনের নেতিবাচকতাকে একেবারেই পাত্তা দিতে নারাজ।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0