বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

দ্রুতগামী একটি গাড়ির ধাক্কায় মো. রনি আহমেদ (২৬) নামের এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর রাত পৌনে ২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রতীকী ছবি

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে সোমবার (১১ আগস্ট) রাতের দিকে দ্রুতগামী একটি গাড়ির ধাক্কায় মো. রনি আহমেদ (২৬) নামের এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর রাত পৌনে ২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রনির ভাই জনি জানান, তার ভাই একজন ব্যবসায়ী ছিলেন। গত রাতে তিনি ব্যবসার টাকা সংগ্রহ করতে মাওয়া গিয়েছিলেন। টাকা নিয়ে বাসায় ফেরার পথে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রনি গুরুতর আহত হন।

প্রথমে তাকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়, যেখানে চিকিৎসক রাত পৌনে ২টার দিকে তার মৃত্যু ঘোষণা করেন।

জনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি বিক্রমপুর জেলায় এবং বাবার নাম বেলায়েত হোসেন। তারা কামরাঙ্গীরচর এলাকায় বাস করতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

বাংলাফ্লো/সিএস


Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0