বাংলাফ্লো প্রতিনিধি,
ঢাকা: পারিবারিক সহিংসতা, অর্থিকশোষণ, হুমকি এবং ব্যক্তিগত স্বাধীনতা লঙ্ঘনের অভিযোগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রয়াত উপদেষ্টা ও সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফের স্ত্রী ও মেয়ে হাসান আরিফের ছেলে আবু মোয়াজ আরিফের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন।
বুধবার (৬ আগস্ট) এ এফ হাসান আরিফের মেয়ে বারিস্টার উম্মেহানী বিনতে আরিফ ও তার স্ত্রী পারভীন আরিফের পক্ষে নোটিশটি পাঠিয়েছেন আইনি পরামর্শ প্রদানকারী প্রতিষ্ঠান মাহবুব অ্যান্ড কোম্পানি। প্রতিষ্ঠানটির আইনজীবী ব্যারিস্টার সাকিব মাহবুব বিষয়টি এ তথ্য নিশ্চিত করেছেন।
নোটিশে বলা হয়েছে, এ এফ হাসান আরিফের মৃত্যুর পর পারভীন আরিফ বারবার শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন। অভিযোগে উল্লেখ রয়েছে, তার নিজের ছেলের হাতে তাকে জোরপূর্বক ঘরে আটকে রাখা, ব্যাংক হিসাব থেকে টাকা তোলা, ব্যক্তিগত অলঙ্কার আত্মসাৎ এবং পরিবারের আত্মীয়দের কাছ থেকেও অর্থ সংগ্রহে বাধ্য করার মতো ঘটনা ঘটেছে। এসব ঘটনার কারণে তিনি গভীর নিরাপত্তাহীনতায় ছেলেকে না জানিয়ে বাসা থেকে পালিয়ে ২১ জুলাই কানাডায় আশ্রয় নিতে বাধ্য হন।
ব্যারিস্টার উম্মেহানী নিজেও হয়রানিতে পড়েছেন এবং টেলিফোনে ধারাবাহিকভাবে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। গত ২৬ জুলাই রাতে একটি বিদেশি নম্বর থেকে ফোনে গালিগালাজ ও পরদিন প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও নোটিশে উল্লেখ করা হয়।
নোটিশে আরও উল্লেখ করা হয়েছে, আবু মোয়াজ আরিফ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত— যা পরিবারকে আরও গভীর উদ্বেগে ফেলেছে এবং তার আচরণ নিয়ন্ত্রণহীনও অস্থির।
আইনি নোটিশে অভিযুক্ত ব্যক্তিকে অবিলম্বে সব ধরনের হুমকি, হয়রানিও চাপপ্রয়োগমূলক আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে তার বিরুদ্ধে প্রয়োজনে ফৌজদারি ও দেওয়ানি মামলা দায়ের করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়।
বাংলাফ্লো/এনআর
Comments 0