জেলা প্রতিনিধি
বাগেরহাট: মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের (সিবিএ) নির্বাচন ইস্যুতে আবারও বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে বন্দর এলাকা। গঠিত অ্যাডহক কমিটি নির্বাচন নিয়ে কালক্ষেপণসহ সিবিএ’র ব্যাংক হিসাব থেকে টাকা উত্তোলন এবং কর্তৃপক্ষের ঊর্ধ্বতন পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে এ বিক্ষোভ করা হয়। রবিবার বিকাল সাড়ে ৫টায় সিবিএ কার্যলয়ের সামনে মিছিল ও সমাবেশ করেছেন বন্দরের কর্মচারীরা।
সমাবেশে বক্তব্য রাখেন- সিবিএ’র সাবেক সভাপতি নাসির উদ্দিন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক খুরশিদ আলম পল্টু, কর্মচারী নেতা ফরহাদ হোসেন ও মনিরুজ্জামান প্রমুখ। এ সময় কর্মচারী সংঘের নেতারা অভিযোগ করেন, গত বছরের ৮ আগস্ট কর্মচারী সংঘের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন করতে আঞ্চলিক শ্রম অধিদফতর অ্যাডহক কমিটি ও নির্বাচন পরিচালনা কমিটির অনুমোদন দেয়। এর ৪৫ দিনের মধ্যে কর্মচারী সংঘের নির্বাচন সম্পন্ন করার কথা থাকলেও অ্যাডহক কমিটির আহ্বায়ক মতিউর রহমান সাকিব ও সদস্যসচিব মো. আসিফ নাইম বিভিন্ন মামলা দায়েরসহ নানা চক্রান্তে লিপ্ত হয়েছেন। এতে কর্মচারী সংঘের নির্বাচন না হওয়ায় একদিকে যেমন স্বাভাবিক কার্যক্রম গ্রহণ করতে পারছে না, অন্যদিকে নির্বাচিত প্রতিনিধি না থাকায় কর্মচারীরা তাদের দাবি ও অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। এ ছাড়া কর্মচারী সংঘের ব্যাংক হিসাব থেকে অ্যাডহক কমিটি অবৈধ অর্থ উত্তোলন করেছেন। এসব অনিয়মের বিষয়ে প্রতিবাদ করায় কর্মচারী সংঘের সাবেক নেতাসহ বন্দর ব্যবস্থাপনায় দায়িত্বে থাকা ঊর্ধ্বতন পাঁচ জন কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।
এ অবস্থায় অ্যাডহক কমিটি অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ দ্রুত নির্বাচনের দাবি জানান বন্দরের কর্মচারীরা। বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রায় তিন শতাধিক কর্মচারী অংশ নেন।
তবে অ্যাডহক কমিটির আহ্বায়ক মতিউর রহমান সাকিব এসব অনিয়মের কথা অস্বীকার করে বলেন, ‘আইনি জটিলতাসহ নানা কারণে সিবিএ’র নির্বাচন বিলম্বিত হচ্ছে। আর সংঘের ব্যাংক হিসেবে থেকে কী পরিমাণ টাকা উত্তোলন করা হয়েছে, তা আমার জানা নেই।’
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0