মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫

গফরগাঁওয়ে বিএনপির অফিসে দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুর

পাঁচবাগ ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির কার্যালয়টিতে রবিবার রাতে, কে বা কারা হামলা চালিয়ে ভেতরের আসবাবপত্র ভাঙচুর করে। এই অফিসটি থেকেই স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তাঁদের দলীয় কার্যক্রম পরিচালনা করতেন।

ছবি-সংগৃহীত

জেলা প্রতিনিধি

ময়মনসিংহ: ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় বিএনপির একটি ওয়ার্ড কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার পাগলা থানাধীন পাঁচবাগ ইউনিয়নের দর্গাতলী বাজারে এই ঘটনা ঘটে। স্থানীয় বিএনপি নেতাকর্মীরা এই ভাঙচুরের জন্য নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুষ্কৃতিকারীদের দায়ী করেছেন।

জানা যায়, দর্গাতলী বাজারে অবস্থিত পাঁচবাগ ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির কার্যালয়টিতে রবিবার রাতে, কে বা কারা হামলা চালিয়ে ভেতরের আসবাবপত্র ভাঙচুর করে। এই অফিসটি থেকেই স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তাঁদের দলীয় কার্যক্রম পরিচালনা করতেন।

খবর পেয়ে গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ আব্দুল আল মামুন এবং পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান স্বপনসহ স্থানীয় নেতাকর্মীরা ক্ষতিগ্রস্ত কার্যালয়টি পরিদর্শন করেছেন।

এই বিষয়ে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবি ছিদ্দিকুর রহমান বলেন, “স্থানীয় নেতাকর্মীদের কাছ থেকে অফিস ভাঙচুরের ঘটনা শুনেছি। বিষয়টি সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফেরদৌস আলম বলেন, “এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ এলে, তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

এই ঘটনায় এলাকায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে।

বাংলাফ্লো/এইচএম

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0