বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

ভ্রমণে মেতেছেন মেহজাবীন

২০০৯ সালে ‘লাক্স চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় বিজয়ী হয়ে মিডিয়া জগতে পা রাখেন মেহজাবীন চৌধুরী। এরপর থেকে তিনি অসংখ্য জনপ্রিয় নাটক এবং বিজ্ঞাপনে কাজ করে দেশের অন্যতম শীর্ষ অভিনেত্রীতে পরিণত হয়েছেন।

ছবি-বাংলাফ্লো

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী বর্তমানে রয়েছেন ভ্রমণ এবং অবসরের এক দারুণ মেজাজে। কিছুদিন আগেই কানাডার মন্ট্রিয়ল থেকে ছবি পোস্ট করে ভক্তদের জানান দিয়েছিলেন কোথায় আছেন তিনি। এবার তিনি উড়াল দিয়েছেন থাইল্যান্ডে। গতকাল, মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে তোলা কিছু ঝলমলে ছবি তিনি তাঁর সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন, যা মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে।

মেহজাবীন তাঁর নতুন ছবিগুলোর সঙ্গে ক্যাপশনে লিখেছেন, “রাতের ব্যাংকক”। ছবিগুলোর নিচে এক ভক্ত মন্তব্য করে জানতে চান, “আপু, রাতের থাইল্যান্ড দেখতে কেমন?” উত্তরে মেহজাবীন লেখেন— “দুনিয়ার সেরা।” তাঁর এই উচ্ছ্বসিত জবাবেই বোঝা যায়, তিনি ভ্রমণটি কতটা উপভোগ করছেন।

এর আগে তিনি কানাডার মন্ট্রিয়লের ওল্ড পোর্ট এলাকা থেকেও বেশ কিছু ছবি পোস্ট করেছিলেন, যা তাঁর ভক্ত ও অনুসারীরা ভীষণ পছন্দ করেন।

উল্লেখ্য, ২০০৯ সালে ‘লাক্স চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় বিজয়ী হয়ে মিডিয়া জগতে পা রাখেন মেহজাবীন চৌধুরী। এরপর থেকে তিনি অসংখ্য জনপ্রিয় নাটক এবং বিজ্ঞাপনে কাজ করে দেশের অন্যতম শীর্ষ অভিনেত্রীতে পরিণত হয়েছেন।

চট্টগ্রামে জন্মগ্রহণ করলেও, তাঁর শৈশব কেটেছে সংযুক্ত আরব আমিরাতে। তিনি শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয় থেকে ফ্যাশন ডিজাইনিং-এ পড়াশোনা করেছেন। তাঁকে সর্বশেষ গত বছর শঙ্খদাশ গুপ্তর সিনেমা ‘প্রিয় মালতী’-তে দেখা গিয়েছিল। ভক্তরা এখন তাঁর নতুন কাজের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

বাংলাফ্লো/এইচএম

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0