মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

স্বামীর কাছে আলু-পেঁয়াজ উপহার চান মৌসুমী!

মৌসুমী হামিদের পছন্দের জায়গা কোনো বড় শপিং মল নয়, বরং সাধারণ কাঁচাবাজার। তিনি জানান, সময় ও সুযোগ পেলেই স্বামীর সঙ্গে তিনি বাজারে ঢুঁ মারেন।

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: টেলিভিশন, সিনেমা ও ওটিটি— তিন মাধ্যমেই গত এক যুগ ধরে সাফল্যের সঙ্গে নিজের জাত চিনিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী ও মডেল মৌসুমী হামিদ। পর্দায় যিনি বিভিন্ন চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয়ের মাধ্যমে বারবার নিজেকে ভেঙেছেন, সেই তিনিই আবার পর্দার বাইরে আর পাঁচটা সাধারণ বাঙালি নারীর মতোই এক সাদামাটা জীবনযাপন করেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি তাঁর তারকা জীবনের আড়ালের সেই সাধারণ মানুষটির গল্পই শুনিয়েছেন।

শপিং মল নয়, কাঁচাবাজারই প্রিয়: পর্দার গ্ল্যামারাস জগৎ থেকে দূরে, মৌসুমী হামিদের পছন্দের জায়গা কোনো বড় শপিং মল নয়, বরং সাধারণ কাঁচাবাজার। তিনি জানান, সময় ও সুযোগ পেলেই স্বামীর সঙ্গে তিনি বাজারে ঢুঁ মারেন। স্বামীর কাছে আবদার করে কী কেনেন? এমন প্রশ্নের জবাবে তিনি হেসে বলেন, “এইতো- আলু, পেঁয়াজ, মাছ, মুরগি।”

শুধু তাই নয়, তারকা পরিচয় আড়াল করে ভ্যান কিংবা ফুটপাত থেকেও কেনাকাটা করতে তাঁর কোনো দ্বিধা নেই। সেই অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, “মুখ-টুখ বেঁধে, মাস্ক পড়ে, হিজাব বেঁধে একদম খালাদের মতো বলি- মামা এইডা কয় টাকা।”

দামাদামির মজার গল্প: কেনাকাটায় গেলেও, দামাদামিতে নিজে ততটা পটু নন বলে জানান মৌসুমী। এই কাজটিতে তাঁর স্বামীই নাকি আসল ওস্তাদ। মজার ছলে তিনি বলেন, “দামাদামিটা আমি কম জানি, তোমাদের ভাইয়া (তাঁর স্বামী) বার্গেইনটা বেশিই জানে। ৫০০ টাকার কোনোকিছু ৫০ টাকা বলবে।” তবে স্বামীর কাছ থেকে তিনিও এখন অল্প অল্প শিখছেন বলে জানান। এই তারকা দম্পতির এমন মধুর আর সাধারণ খুনসুটির গল্প ভক্তদের মুখেও হাসি ফুটিয়েছে।

পর্দার বৈচিত্র্যময় ক্যারিয়ার: পর্দার বাইরে যিনি এত সাধারণ, তিনিই আবার চরিত্র বাছাইয়ের ক্ষেত্রে অত্যন্ত সাহসী। ২০১০ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে আসা এই অভিনেত্রী তাঁর ক্যারিয়ারে বারবার বৈচিত্র্যের ছাপ রেখেছেন। সম্প্রতি তিনি অভিনয় করেছেন নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর ওয়েব সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’-তে। আবার আসন্ন দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে তাঁর নতুন চলচ্চিত্র ‘রঙবাজার’, যেখানে তাঁকে দেখা যাবে যৌনপল্লীর প্রেক্ষাপটে এক চ্যালেঞ্জিং চরিত্রে।

একদিকে সাধারণ গৃহিণীর মতো কাঁচাবাজারে দর কষাকষি, অন্যদিকে পর্দায় এমন সাহসী ও ভিন্নধর্মী চরিত্র— মৌসুমী হামিদের এই দুটি রূপই তাঁকে দর্শক ও সহকর্মীদের কাছে অনন্য করে তুলেছে।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0