জেলা প্রতিনিধি
পটুয়াখালী: পটুয়াখালীর বাউফলে তেঁতুলিয়া নদীতে ১৫ লাখ টাকার তরমুজসহ ট্রলার ডাকাতির ঘটনার মূল পরিকল্পনাকারীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শনিবার (৪ অক্টোবর) ভোরে, ভোলার দক্ষিণ দিঘলদী এলাকা থেকে ডাকাত কামাল হোসেনকে (৩৮) গ্রেপ্তার করা হয়।
র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের অধিনায়ক, স্কোয়াড্রন লিডার রাশেদ আহসান, বিষয়টি নিশ্চিত করে জানান, তরমুজ ডাকাতির ঘটনার ছায়া তদন্তে, কামাল হোসেনের নাম মূল পরিকল্পনাকারী হিসেবে উঠে আসে। পরবর্তীতে, তাঁর অবস্থান শনাক্ত করে, র্যাব-৮ এর পটুয়াখালী ও ভোলা ক্যাম্পের একটি যৌথ দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
উল্লেখ্য, গত ১৪ মার্চ রাতে, গলাচিপা উপজেলার চর কাজল থেকে প্রায় ১০ হাজার পিস তরমুজ বোঝাই একটি ট্রলার চাঁদপুরের উদ্দেশে রওনা দেয়, যার আনুমানিক মূল্য ছিল ১৫ লাখ টাকা। ট্রলারটি রাতের আঁধারে বাউফলের নাজিরপুর এলাকায় তেঁতুলিয়া নদীতে পৌঁছালে, একদল সশস্ত্র ডাকাত কৃষকদের মারধর করে এবং তরমুজ বোঝাই পুরো ট্রলারটিই ছিনিয়ে নিয়ে যায়।
এই ঘটনায়, কৃষক শহিদুল মাতব্বর বাদী হয়ে বাউফল থানায় অজ্ঞাতনামা ৭-৮ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছিলেন।
র্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃত ডাকাত কামাল হোসেনকে বাউফল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0