আন্তর্জাতিক ডেস্ক
ঢাকাঃ নতুন একটি আইনে স্বাক্ষর করার ফলে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বিরুদ্ধে ইউক্রেনজুড়ে বিক্ষোভ হয়েছে। বুধবার ( ২৩ জুলাই )তিনি যে আইনে স্বাক্ষর করেছেন, তা দুর্নীতিবিরোধী সংস্থাগুলোকে আরও দুর্বল করে দেবে বলে অভিযোগ সমালোচকদের। তারা বলছেন, এই আইনের কবলে পড়ে এসব সংস্থা স্বাধীনভাবে কাজ করতে পারবে না বলে দেশে বেড়ে যাবে দুর্নীতি। এ কারণে দেশজুড়ে শুরু হয়েছে এই বিক্ষোভ।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, গতকাল মঙ্গলবার থেকেই ইউক্রেনের বেশকিছু গুরুত্বপূর্ণ শহরে এই বিক্ষোভ শুরু হয়। পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন সম্প্রদায় থেকেও এই আইনের বিরুদ্ধে মন্তব্য আসছে।
নতুন আইনটিতে ইউক্রেনের জাতীয় দুর্নীতি দমন ব্যুরো (নাবু) এবং বিশেষায়িত দুর্নীতি দমন প্রসিকিউটর অফিসের (স্যাপ) নিয়ন্ত্রণ প্রসিকিউটর জেনারেলকে প্রদানের কথা বলা হয়েছে। সমালোচকেরা বলছেন, এটি তাদের ক্ষমতা কমিয়ে দেবে।
এ নিয়ে আজ বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বলেন, ‘এই দুই সংস্থা আগের মতোই কাজ করতে পারবে। এবার নতুন আইনের মাধ্যমে এসব সংস্থা থেকে রুশ প্রভাবকে দূরে সরানো হয়েছে।’
এর আগে এই আইন পাস হওয়ার জেরে শত শত জনতা কিয়েভের রাস্তায় জড়ো হতে থাকে। এ ছাড়া এলভিভ, নিপ্রো ও ওডেশাতেও বিক্ষোভ হয়েছে। এ সময় তাদেরকে বলতে শোনা যায়, ‘আমরা ইউরোপ বেছে নিয়েছি, স্বৈরতন্ত্র নয়।’
এ সময় একজন বলেন, ‘এসবের জন্য আমার বাবা মারা যায়নি।’
তথ্যসূত্রঃ বিবিসি
বাংলাফ্লো/এফএ
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0