মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

সীতাকুণ্ডে মার্কেটে ভয়াবহ আগুন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট

শুক্রবার (১৫ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে উপজেলার চেয়ারম্যানঘাটা এলাকার মেঘনা ব্যাংকসংলগ্ন শিবলী মার্কেটে আগুনের সূত্রপাত হয়।

সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি

চট্রগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশে একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৫ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে উপজেলার চেয়ারম্যানঘাটা এলাকার মেঘনা ব্যাংকসংলগ্ন শিবলী মার্কেটে আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা জানিয়েছেন, আগুনে মার্কেটের অন্তত ৩টি দোকান পুড়ে গেছে। এই দোকানগুলোতে জাহাজের নিরাপত্তা সরঞ্জাম, শিল্পীদের আঁকা ছবি ও ক্ষুদ্র যন্ত্রাংশ বিক্রি করা হতো।

এদিকে, আগুন নেভানোর সময় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের যানচলাচল বন্ধ হয়ে যায়। এতে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এসময় মহাসড়কে গাড়িতে থাকা যাত্রী ও শ্রমিকেরা ভোগান্তিতে পড়েন।

কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আল মামুন বলেন, যানজটের কারণে ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয়েছে। রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

বাংলাফ্লো/এফএ

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0