রবিবার, ১৯ অক্টোবর ২০২৫

এনসিপি থেকে মাশকুর রাতুলের পদত্যাগ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে নিজের পদত্যাগ পত্র তিনি জমা দেন গত বৃহস্পতিবার।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি,

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তর সমন্বয় কমিটির সদস্য মাশকুর রাতুল পদত্যাগ করেছেন।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিষয়টি জানাজানি হলেও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে নিজের পদত্যাগ পত্র তিনি জমা দেন গত বৃহস্পতিবার।

পদত্যাগপত্রে অভ্যন্তরীণ রাজনৈতিক কোন্দলের ফলে নিজের ব্যক্তিগত জীবন প্রভাবিত হওয়াকে কারণ হিসেবে উল্লেখ করেছেন মাশকুর রাতুল।

এ বিষয়ে মাশকুর রাতুল সাংবাদিকদের বলেন, ‘মানব জীবন মাত্রই রাজনৈতিক, তবে আপাতত লেখালেখিতে মনোনিবেশ করতে চাই।’

বাংলাফ্লো/এনআর

Leave a Comment

Comments 0