বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: শরতের খামখেয়ালি আবহাওয়ার মধ্যে রাজধানীতে রবিবার (৩১ আগস্ট) এক ঘণ্টারও বেশি সময় ধরে মুষলধারে বৃষ্টি নামায় নগরবাসী পড়েন দুর্ভোগে। হঠাৎ নেমে আসা এই বৃষ্টিতে অনেক সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে যানজট ও জনদুর্ভোগ বাড়িয়ে দেয়।
মোহাখালী, মিরপুরের বেশ কিছু অংশ, পুরান ঢাকার অলিগলি পানিতে তলিয়ে যায়। পাশাপাশি অন্যান্য এলাকার অলিগলিতেও পানি জমে সৃষ্টি হয় ভোগান্তির।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ বর্তমানে রাজস্থান, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রংপুর বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
এ ছাড়া আগামীকালের পূর্বাভাসে জানানো হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে এবং খুলনা ও বরিশাল বিভাগের দুই-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারী বৃষ্টিও হতে পারে।
বাংলাফ্লো/সিএস
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0