জেলা প্রতিনিধি
সুনামগঞ্জ: দিরাইয়ে কার্তিকপুর গ্রামে বিদ্যুৎপৃষ্ট হয়ে হারিস মিয়া (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার(১৪জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, কার্তিকপুর গ্রামের আজিজ মিয়ার ছেলে হারিস মিয়া বসতঘরে বেড়া দেওয়ার কাজ করছিলেন। একপর্যায়ে বেড়ায় লাগানো মিটারে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে বাঁচাতে স্ত্রী জরিনা বেগম এগিয়ে এসে ঘরের বেড়ায় লাগানো বিদ্যুতের মেইন সুইচ ভেজা হাত দিয়ে অফ করতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর আহত অবস্থায় তাদের সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের ডাক্তার হারিস মিয়াকে মৃত ঘোষণা করেন। জরিনা বেগম আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন মারা গেছেন। আরেকজন আহত হওয়ার খবর পেয়েছেন তিনি।
বাংলাফ্লো/এসকে
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0