স্পোর্টস ডেস্ক
ঢাকা: ২৮ নভেম্বর ভারতে শুরু হবে অ-২১ বিশ্বকাপ হকি। বাংলাদেশ বিশ্বকাপের জন্য গত এক মাসের বেশি সময় ধরে অনুশীলনে রয়েছে। হকি ফেডারেশনের পরিকল্পনা ছিল সেপ্টেম্বরের শেষ সপ্তাহে বাংলাদেশ দলকে পাকিস্তানে পাঠাবে। কিন্তু পাকিস্তানের পরিবর্তে এখন মালয়েশিয়া যাবেন সামিনরা।
বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লে কর্ণেল রিয়াজুল হাসান বলেন, 'আমরা শুরুতে পাকিস্তান নিয়েই পরিকল্পনা করছিলাম। পাকিস্তান হকি ফেডারেশনের অন্য পরিকল্পনা থাকায় পাকিস্তানে যাওয়া হচ্ছে না। এই মাসের শেষ সপ্তাহে মালয়েশিয়ায় তাদের অ-২১ দলের সঙ্গে কমপক্ষে চারটি ম্যাচ খেলবে বাংলাদেশ। বয়সভিত্তিক পর্যায়ে পাকিস্তান-মালয়েশিয়া সমশক্তির দল ফলে প্রস্তুতিতে সমস্যা হচ্ছে না।'
অক্টোবরের শেষ দিকে ইউরোপে দল পাঠানোর পরিকল্পনা রয়েছে ফেডারেশনের। এ নিয়ে তিনটি দেশের সঙ্গে আলাপ চলছে ফেডারেশনের, 'ইউরোপ অনেক পেশাদার ও সংগঠিত। আবার তাদের অনেক মানদণ্ডও থাকে। এরপরও সুইজারল্যান্ড, অস্ট্রিয়ার সঙ্গে আলোচনা চলছে। এই মাসের শেষ দিকে হয়তো চুড়ান্ত করতে পারব আশা করি। সেখানেও কয়েকটি ম্যাচ খেলানোর চেষ্টা থাকবে। সেটা আমাদের জাতীয় দল কিংবা ক্লাবও হতে পারে।'
বিশ্বকাপের জন্য ডাচ কোচ আইকম্যানকে এনেছে বাংলাদেশ। মাওলানা ভাসানী স্টেডিয়ামে প্রতিদিন দুই বেলা করে অনুশীলন চলছে। প্রাথমিকভাবে ৪০ জনের বেশি খেলোয়াড় ক্যাম্পে থাকলেও সেটা এখন ২৬ জনে দাঁড়িয়েছে। এই ২৬ জনের জন্যই মালয়েশিয়ার ভিসা আবেদন করেছে ফেডারেশন।
বাংলাদেশ সিনিয়র জাতীয় হকি দল এশিয়া কাপে ষষ্ঠ হয়েছে। বিশ্বকাপ বাছাইয়ে খেলতে হলে এখন বাংলাদেশকে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের প্লে অফ সিরিজ জিততে হবে। এশিয়ান হকি ফেডারেশনের ম্যাচ হলেও সিংহভাগ খরচই নাকি বাংলাদেশকে বহন করতে হবে, 'আম্পায়ার, এএইচএফ কর্মকর্তা, পাকিস্তানের স্থানীয় ব্যয় নাকি আমাদেরই দিতে হবে। এশিয়া কাপে ষষ্ঠ দল স্বাগতিক হবে এবং খরচ বহন করবে এএইচএফের এমনটাই ভাষ্য। এখন কষ্ট হলেও আমাদের এটা করতেই হবে না হলে আমাদের বিপক্ষে না খেলেই পাকিস্তান বিশ্বকাপ বাছাইয়ে খেলবে।'
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0