মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

৩ নারীসহ ১২৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া

অভিবাসন নীতির শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় মালয়েশিয়া ১২৩ বাংলাদেশিসহ মোট ১৯৮ জন বিদেশি নাগরিককে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে।

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: অভিবাসন নীতির শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় মালয়েশিয়া ১২৩ বাংলাদেশিসহ মোট ১৯৮ জন বিদেশি নাগরিককে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে।

কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ১ ও ২-এ অভিযান চালিয়ে তাদের আটক করে মালয়েশিয়ান বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন এজেন্সি।

মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থার মহাপরিচালক দাতুক সেরি মোহাম্মদ শুহাইলি মোহাম্মদ জেইন জানান, যাদের আটক করা হয়েছে তাদের ‘নট টু ল্যান্ড’ নীতির আওতায় দেশে ফিরিয়ে দেওয়া হবে।

মালয় মেইল-এর বরাতে জানা যায়, স্থানীয় সময় বৃহস্পতিবার টার্মিনাল-১ থেকে ১২৮ জনকে আটক করা হয়। এর মধ্যে ১২৩ জন ( ১২০ পুরুষ ও ৩ নারী) বাংলাদেশি, দুজন পাকিস্তানি, দুজন ইন্দোনেশীয় ও একজন সিরীয় নাগরিক ছিলেন।

টার্মিনাল-২ থেকে আটক বাকি ৭০ জনের মধ্যে ছিলেন ৫১ জন ইন্দোনেশীয়, ১৩ জন ভারতীয়, ৪ জন পাকিস্তানি এবং ২ জন ভিয়েতনামি।

মোহাম্মদ শুহাইলি আরও বলেন, মালয়েশিয়াকে যেন অবৈধ অভিবাসনের ট্রানজিট হাবে পরিণত না করা হয়, সেজন্য এই ধরনের অভিযান চলমান থাকবে।

বাংলাফ্লো/এফএ

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0