বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের অভিযোগে অভিযুক্ত মেজর (অব.) সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। তাকে রাজধানীর ভাটারা থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে তাকে আদালতে সোপর্দ করে রিমান্ড চাওয়া হবে বলে জানিয়েছেন গোয়েন্দা-গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ কামরুল হাসান।
তিনি জানান, ভাটারা থানার সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় সুমাইয়া জাফরিনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ (বৃহস্পতিবার) দুপুরে তাকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে।
এর আগে বুধবার (৬ আগস্ট) রাতে ডিবির একটি দল সুমাইয়াকে তাদের হেফাজতে নেয় এবং মিন্টো রোডে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে যায়।
ঘটনার সূত্রপাত রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন একটি কনভেনশন সেন্টারে আয়োজিত একটি গোপন বৈঠক ঘিরে। সেখানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের ২২ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এই ঘটনায় রাজধানীর ভাটারা থানায় মামলা দায়ের করা হয় এবং তদন্তের দায়িত্ব পায় গোয়েন্দা পুলিশ।
এদিকে গত ১ আগস্ট আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানায়, গত ১৭ জুলাই অভিযুক্ত সেনা কর্মকর্তা মেজর সাদিককে তার উত্তরার বাসা থেকে আটক করে সেনা হেফাজতে নেওয়া হয়। ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জন্য একটি তদন্ত আদালত গঠন করা হয়েছে এবং প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলেও জানায় আইএসপিআর। তদন্ত শেষে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেওয়া হয়।
এ ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় চলছে বলে জানা গেছে।
বাংলাফ্লো/সিএস
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0